ধেয়ে আসছে বিশাল গ্রহাণু ! সতর্ক করলো নাসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আজ রবিবার এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকতে চলেছেন সারা পৃথিবীর বাসিন্দারা। সম্প্রতি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে জানানো হলো, রবিবার পৃথিবীর খুব কাছ ঘেঁষে অসীম শূন্যের উদ্দেশ্যে ছুটে চলে যাবে এক বিশাল আকারের গ্রহাণু। এই গ্রহাণু আকৃতিতে প্রায় দুবাইয়ের বিশাল প্রাসাদ বুর্জ খলিফার সমান। গ্রহাণুটি ঘন্টায় প্রায় ৯০,১২৪ কিলোমিটার বেগে ছুটে চলেছে, এমনটাই জানিয়েছে নাসা।

প্রসঙ্গত এত বড় গ্রহাণু পৃথিবীর কাছে এলে পৃথিবীর কী কোনো রকম ক্ষতির সম্ভাবনা আছে ? নাসার বিজ্ঞানীরা জানালেন, এই বিশাল আকৃতির গ্রহাণুর জন্য পৃথিবীর তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। পৃথিবীর খুব কাছে এলেও এই গ্রহাণু এবং পৃথিবীর মধ্যে প্রায় ৪৩০২৭৭৫ কিলোমিটারের দূরত্ব থাকবে। এই গ্রহাণু পৃথিবীর কক্ষপথ দিয়ে যাবে বলেই জানিয়েছেন নাসা। কিন্তু পৃথিবী থেকে খালি চোখে গ্রহাণুটিকে দেখা যাবে না। তাই মহাজাগতিক দৃশ্য থেকে বিরত থাকবে পৃথিবী বাসীরা।

আরো পড়ুন :- মানব সভ্যতার আয়ু মাত্র কিছু বছর , চাঞ্চল্য নাসার গবেষণায়

কিন্তু ছোট টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহাণুর গতিবিধির উপর চোখ রাখা যাবে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন মহাকাশে ১০৩১৪৮৮টি গ্রহাণু আছে। সৃষ্টির আদি পর্যায়ে অর্থাৎ আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর পূর্বে সৌরজগৎ সৃষ্টি হওয়ার সময় বাতাসহীন, প্রাণহীন এই পাথরে গ্রহাণুগুলির সৃষ্টি হয়। সাধারণত এই গ্রহাণু গুলি পৃথিবীর কক্ষপথে চলে এলে পৃথিবীর উপর বেশ প্রভাব পড়ে। কিন্তু এবারে তেমনটা ঘটার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে নাসা।

Highlights

1. ধেয়ে আসছে বিশাল গ্রহাণু !

2. পৃথিবীর কক্ষপথে চলে এলে পৃথিবীর উপর বেশ প্রভাব পড়ে

#গ্রহাণু #Earth

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন