সম্পূর্ণ রূপে কার্যকর ভ্যাক্সিন ! সুখবর দিচ্ছে মর্দানা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সম্পূর্ণ রূপে কার্যকর ভ্যাক্সিন ! এবার আশার আলো দেখিয়ে মার্কিন সংস্থা Moderna জানাল যে, তাদের তৈরি করোনা ভ্যাক্সিন ১০০ শতাংশ কার্যকর। এই সাফল্যের পর এবার Emergency Use Authorization বা জরুরি ভিত্তিতে এই ভ্যাক্সিন দেওয়ার জন্য আবেদন করতে চলেছে মডার্না। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে মার্কেটিং-এর জন্যও আবেদন জানাবে বলে বিবৃতিতে দাবি করেছে ওই সংস্থা।

Plasma Therapi

এদিকে ভ্যাক্সিনের দৌড়ে খুব একটা পিছিয়ে নেই ভারতও। এমনটাই ইঙ্গিত মিলল সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার দেয়া এক বক্তব্যে। প্রসঙ্গত শীঘ্রই তাঁরাও জরুরিভিত্তিতে ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু করার আবেদন জানাবেন সরকারের কাছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই আবেদন জানাবেন বলে উল্লেখ করেছেন সিরাম কর্তা। ডিসেম্বরের শুরুতেই যদি অক্সফোর্ড ভ্যাকসিনের ৩য় ট্রায়ালের ফল পজিটিভ হয়, তবেই ভ্যাকসিন বাজারে অনুমোদনের পরেই নিয়ে আসা হবে। এমনই আশার কথা শুনিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

প্রসঙ্গত সংস্থার তরফে জানানো হয়েছে অক্সফোর্ডের কোভিশিল্ড মানব শরীরে ৯০ শতাংশ কার্যকরী প্রমাণিত হবে। এই দেশে ওই ভ্যাকসিনের জন্য চলতি মাসের শুরুতে পুনাওয়ালা জানিয়েছিলেন , তাঁদের চেষ্টা থাকবে যাতে, ভারতে আগে ভ্যাক্সিন সাপ্লাই দেওয়া সম্ভব হয়। অর্থাৎ নিজের দেশে আগে ভ্যাকসিন দিয়ে তবেই অন্যান্য দেশে ভ্যাক্সিন পাঠাতে চাইছে এই সংস্থা।

আরো পড়ুন :- রাষ্ট্রসংঘে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত ! বিস্তারিত পড়ুন

অন্য দিকে পিছিয়ে নেই ভারত বায়োটেকের কো- ভ্যাকসিন ও জাইডাসের ভ্যাকসিন। খুব তাড়াতাড়ি তৃতীয় পর্যায় ট্রায়াল শুরু হবে।

Highlights

1. সম্পূর্ণ রূপে কার্যকর ভ্যাক্সিন ! 

2. পিছিয়ে নেই ভারত বায়োটেকের কো- ভ্যাকসিন ও জাইডাসের ভ্যাকসিন

#Vaccine #Mordarna

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন