নতুন বাড়িতে রঙ করবেন ভাবছেন ! বাস্তু মেনে করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন বাড়িতে রঙ করবেন ভাবছেন ! নতুন বাড়ি সাজানোর জন্য প্রথম ধাপেই আসে , ঘরের সুন্দর রঙ। কোন রঙের ঘর হলে তার সৌন্দর্য বাড়বে ? কোন রঙের দেওয়ালের সঙ্গে কোন পর্দার রঙ ভালো মানাবে। কিন্তু প্রতিটি রঙের আলাদা আলাদা গুণ রয়েছে । এমনই দাবি করা আছে বাস্তু শাস্ত্রের মতে।

এক নজরে দেখে নিন ——-

১. আপনার বাড়িতে খুব বেশি বেগুনী রঙ হলে , তা বাড়ির মানুষকে অলস করে দেয়। তবে যাঁরা শেয়ার মার্কেটে কাজ করেন , তাঁদের জন্য এই রঙটি ভালো নয়।

২. ইন্ডিগো বা আসমানী অনেকেরই পছন্দের রঙ। রঙটিও বেশ ঘরের সৌন্দর্য এর জন্য আকর্ষণীয়।  তবে বাড়ির দেওয়ার ছাড়াও এই রঙটি , বাড়ির পর্দা ,  কার্পেট বা আসবাব পত্রে ব্যবহার করলে তা সুখকর হয় গৃহস্থের পক্ষে।

৩. যেকোনো গরমের দেশে সবচেয়ে বেশি পছন্দের রঙ হলো নীল। বাস্তু শাস্ত্র বলছেন বাড়ির বেডরুমের রঙ নীল হওয়া ভালো। এছাড়াও বাড়ির ওয়াশ রুমে নীল রঙ করলে বাড়িতে ইতিবাচক প্রভাব পড়ে।

আরো পড়ুন :- রাস পূর্ণিমায় করুন কিছু টোটকা ! ভাগ্য সদা সহায় থাকবে

৪. আপনার শোবার ঘরের রঙল সবুজ হওয়া বেশ ভালো। এটি বাড়িতে আশা ও যৌবনের উদ্যম ধরে রাখতে সবুজ রঙের দেওয়ার কার্যকরী।

বিজ্ঞান নিয়ে যাঁরা  গবেষণার কাজে যাঁরা নিয়োজিত আছেন তারাও সুন্দর রঙ ব্যবহার বাড়ির উন্নতির কথা বলেন।

Highlights

1. নতুন বাড়িতে রঙ করবেন ভাবছেন ! 

2. কিন্তু প্রতিটি রঙের আলাদা আলাদা গুণ রয়েছে । এমনই দাবি করা আছে বাস্তু শাস্ত্রের মতে

#Vastu #Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন