Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বঙ্গ জয়ে মরিয়া বিজেপি ! আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যের সংগঠনের হাল খতিয়ে দেখত আসছেন বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন গুজরাট এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যের বিজেপির সংগঠনের প্রধানরা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে বাংলায় দলের অগ্রগতি ও সংগঠন আরো মজবুত করতে কার্যত বিজেপির কেন্দ্রীয় টিমের একটা বড় অংশকেই মাঠে নামিয়ে দিচ্ছেন অমিত শাহ। যাতে দলের পুরো সংগঠন আরো বেশি চাঙ্গা হয়।
উলেখ্য গুজরাতের বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) ভিখুভাই দালসানিয়া আসছেন নবদ্বীপ জোনের দায়িত্বে। উত্তরপ্রদেশের সংগঠন সম্পাদক সুনীল বানসাল দেখবেন কলকাতা জোন। ত্রিপুরার সংগঠন সম্পাদক আসছেন উত্তরবঙ্গ জোনের দায়িত্বে। হরিয়ানার সংগঠন সম্পাদক রবীন্দ্র রাজু দেখবেন রাড়বঙ্গ জোন। হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনের সংগঠন দেখবেন হিমাচল প্রদেশের সাধারণ সম্পাদক (সংগঠন) পবন রানা। কিন্তু এই কেন্দ্রীয় নেতাদের বাংলায় আসা নিয়ে বহিরাগত তকমা দিয়ে বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। যার জবাবে পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, বিজেপি হল একটি সর্বভারতীয় রাজনৈতিক পার্টি।
আরো পড়ুন :- দেশ থেকে রোহিঙ্গা-বাংলাদেশিদের তাড়াবই ! হুঙ্কার অমিত শাহর
তিনি আরো বলেন সামনে বিধানসভা নির্বাচন আমরা লড়তে যাচ্ছি। দলের অনেক কর্মীদের অভিজ্ঞতা কম আছে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সহযোগিতা তো চাইবই। রাজনৈতিক মহল বলছে এই রাজ্যে মহাযুদ্ধের সম্পূর্ণ রকম প্রস্তুতি নিয়েই নামছে টিম বঙ্গ বিজেপি।
Highlights
1. বঙ্গ জয়ে মরিয়া বিজেপি !
2. রাজনৈতিক মহল বলছে এই রাজ্যে মহাযুদ্ধের সম্পূর্ণ রকম প্রস্তুতি নিয়েই নামছে টিম বঙ্গ বিজেপি
#BJP #TMC