Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনে উইঘুর মুসলিমদের খাওয়ানো হচ্ছে শুয়োরের মাংস ! একটি বিশেষ রিপোর্ট বলছে চীনের উইঘুর মুসলিমদের রি-এডুকেশন শিবিরের নাম করে প্রতি সপ্তাহে শুক্রবার জোর করে খাওয়ানো হচ্ছে শুকরের মাংস। চীনের এই অত্যাচারের শিকার হওয়া মহিলা সেরাগুল সৌতবে এই কথা ফাঁস করেছেন। একটি সাক্ষাৎকারে ওই মহিলা বলছেন ওঁরা ইচ্ছে করে শুক্রবার দিনটিকে নির্বাচন করেছে কারণ ওই দিনটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র দিন বা জুম্মা বার।
প্রসঙ্গত যদি কেউ সেই শুয়োরের মাংস খেতে অস্বীকার করে তাকে কঠোর কোনো দণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনা প্রকাশকারী মহিলা সেরাগুল একজন ডাক্তার ও শিক্ষিকা উনি বর্তমানে সুইডেনে বসবাস করছেন। তিনি বলেন ঘটনা স্বীকার করা বাস্তবে অনেক কঠিন ও দুঃখের। আর এক উইঘুর মহিলা নাম জুমরেত দাউত যাকে ২০১৮ এর মার্চ মাসে উরুমকি থেকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাকে বন্ধি করে আধিকারিকরা বারবার জিজ্ঞাসা করত যে, ওনার কটি সন্তান আছে, তারা সবাই কোরআন পড়েছে কিনা ?
আরো পড়ুন :- সম্পূর্ণ রূপে কার্যকর ভ্যাক্সিন ! সুখবর দিচ্ছে মর্দানা
তিনি আরো বলেন তাকে শৌচাগারে যাওয়ার অনুমতি নিতে হয় ও শিবিরের পুরুষ আধিকারিকের পা ধরে ভিক্ষা করতে হয়েছিল। শেষ পর্যন্ত তাকে হাতকড়া পরিয়ে সেখানে যাওয়ার অনুমতি মেলে আর পুরুষ আধিকারিকরা শৌচাগার পর্যন্ত পিছু নেয়। তিনি বলেন যখন শিবিরে নিয়ে যায় তখন আপনি নিজে এটা নির্ধারণ করতে পারবেন না যে, আপনি কি খাবেন আর না খাবেন।
Highlights
1. চীনে উইঘুর মুসলিমদের খাওয়ানো হচ্ছে শুয়োরের মাংস !
#China #উইঘুর