ভিডিও : বন্ধু যে কেউ হতে পারে , জেব্রা ও হাতির বন্ধুতে তাই প্রমান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, সুমিত দাস :- বনের পশুদের মধ্যেও বন্ধুত্ব হয় তা আবারো প্রমান করলো এক জেব্রা ও তার বন্ধু হাতি। তারা দুজনেই আলাদা প্রজাতির পশু। তবুও তাদের বন্ধুত্ব দেখে মনেই হবেনা যে তারা আলাদা প্রজাতির।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা হাতি অন্য একটি বাচ্চা জেব্রার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করছে। দেখে মনে হচ্ছে তারা একে অপরের বন্ধু। পশু বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করে জানা যায় যে , ভাইরাল ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা আসলেই একে অপরের বন্ধু।

zebra and elephant friendship

আরো পড়ুন :- অবাক কান্ড , আস্ত সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ , ভাইরাল ভিডিও

তারা আরো বলেন সচরাচর এই রকম জিনিস দেখা যায় না। কারণ তারা দুজনেই আলাদা প্রজাতির পশু। আর তারা দুজনেই বন্য প্রাণী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন