রাষ্ট্রসংঘে সপাটে চর খেলো পাকিস্তান ! মুখ পুড়ল ইমরান সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাষ্ট্রসংঘে সপাটে চর খেলো পাকিস্তান ! আবার ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়লো ইমরানের দেশ পাকিস্তানের। প্রথমবার রাষ্ট্র সংঘে পেশ করা দাবির প্রস্তাবে ১০০ এর বেশি দেশ ভোট দিল না পাকিস্তানের পক্ষে। এই দিন তারা পারস্পরিক সাংস্কৃতিক সম্পর্ক বিষয় এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব পেশ করেছিল, কিন্তু ৫২ টি দেশ এই দিন অনুপস্থিত ছিল আর বাকি ৫১ টি দেশ তাদের পক্ষে ভোট দেয়নি।

প্রসঙ্গত পাকিস্তানের এই প্রস্তাবে রাষ্ট্র সংঘে ভোট দেয়নি যার তাদের বেশীর ভাগ আফ্রিকান দেশ ও দ্বীপ দেশ গুলো ছিল। পাকিস্তান আর ফিলিপিন্সের সাথে মিলে প্রস্তাব পেশ করে কিন্তু তা পাশ করতে ৯০ ভোটের দরকার ছিল। এদিকে ভারত করতারপুর সাহিব করিডোর নিয়ে রাষ্ট্র সংঘে চিন্তা ব্যাপ্তি করেছে। এছাড়াও এই দিন ভারত রাষ্ট্র সংঘের কাছে পাকিস্তানে থাকা সংখ্যা লঘু হিন্দু, বৌদ্ধ, আর জৈন ধর্মাল্মবীদের জন্য চিন্তা ব্যাপ্তি করে। কারণ নানা সম্প্রদায়ের সুরক্ষা ও ধর্মীয় অনুভূতি জড়িয়ে রয়েছে।

 আরো পড়ুন :- চীনে উইঘুর মুসলিমদের খাওয়ানো হচ্ছে শুয়োরের মাংস ! চাঞ্চল্যকর তথ্য সামনে

ভারতের অভিযোগ যে পাকিস্তান এমন একটি দেশ যেখানে তাঁরা নিজস্ব সংখ্যালঘুদের রক্ষা করার একটি দুর্বল রেকর্ড রয়েছে। কিন্তু জাতিসংঘের পাকিস্তানি মিশন বলেছে প্রস্তাবটি ইসলামফোবিয়া, মুসলিম বিরোধী বিদ্বেষ এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রতীক সম্পর্কে কূটনৈতিক প্রচারের অংশ। সব কিছু একতরফাভাবে দেখানো হচ্ছে বলে তাদের অভিযোগ।

Highlights

1. রাষ্ট্রসংঘে সপাটে চর খেলো পাকিস্তান !

2. পাকিস্তানে থাকা সংখ্যা লঘু হিন্দু, বৌদ্ধ, আর জৈন ধর্মাল্মবীদের জন্য চিন্তা ব্যাপ্তি করে

#PAK #UN

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন