করোনা টিকার জন্য আবেদন করা যাবে অনলাইনে ! আসছে মোবাইল অ্যাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা টিকার জন্য আবেদন করা যাবে অনলাইনে ! এর আগে সারা দেশে করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার দ্বারা তৈরি হয়েছিল আরোগ্য সেতু অ্যাপ। যার দ্বারা করোনা আক্রান্তের সম্পর্কে নানা আপডেট পাওয়া যেত। এবার করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য সেই রকমই একটি বিশেষ মোবাইল অ্যাপ আনছে কেন্দ্র সরকার। সেই মোবাইল অ্যাপটির নাম হল Co-WIN। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।

আরোগ্য সেতু নিয়ে হ্যাকারের হুঁশিয়ারি

প্রসঙ্গত আগামী কয়েক সপ্তাহ বা আগামী মাসেই দেশের বাজারে চলে আসতে পারে যেকোনো একটি করোনা ভ্যাকসিন। তখন সেটি জনতাকে সরবারহ করার জন্য ও তথ্য নথিভূক্ত করার জন্যই ইতিমধ্যেই ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৈরি করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ। সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই দেশের সব মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য নিজেদের নাম নথিভূ্ক্ত করতে পারবেন।

আরো পড়ুন :- আবার মহামারীর আশঙ্কায় চিন্তিত চিন !

প্রসঙ্গত দেশ জুড়ে ভ্যাকসিন বন্টনের প্রক্রিয়া সঠিক ভাবে করার জন্য Co-WIN নামে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরী হয়েছে। সেই অ্যাপে রয়েছে মোট ৫টি মডিউল। তা হল অ্যাডিমিন মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিসিয়ারি মডিউল ও রিপোর্ট মডিউল। রেজিস্ট্রেশন মডিউলটি হল দেশের মানুষের জন্য। যার মাধ্যমে ভ্যাকসিন-র জন্য নাম লেখানো যাবে। ভ্যাকসিনেশন মডিউলের মাধ্যমে যিনি করোনা ভ্যাকসিন নিতে চান তার সম্পর্কে তথ্য যাচাই হবে। যদি কেউ করোনা টিকা নিলে তার কাছে একটি সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে বেনিফিসিয়ারি মডিউল থেকে।

Highlights

1. করোনা টিকার জন্য আবেদন করা যাবে অনলাইনে ! 

2. অ্যাপে রয়েছে মোট ৫টি মডিউল

#Covid #APP

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন