Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রতিদিন মা ভবতারিণীকে স্মরণ করুন ! জগৎ মাতার অনেক খানি রূপ মা কালী যেমন শক্তির এক রূপ তেমনি মা দুর্গা হলেন শান্তি রূপ জগতে তাদের সন্তানদের রক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে তারা আসেন আমাদের কল্যানে। মায়ের অসংখ্য রূপ, প্রত্যেক রূপের রয়েছে কোন না কোন কারণ। তাই এই জগতে অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য ও শুভ শক্তি প্রতিষ্ঠা করা মায়ের উদ্দেশ্য।
প্রসঙ্গত আমরা মা কালী থেকে শুরু করে জগৎ মাতা ভবতারিণীর কাছে প্রতিটা মুহূর্ত চেয়ে থাকি সংকটমুক্ত এক জীবন। তাই আমরা ঈশ্বরের কাছে চাই এই কঠোর জীবন থেকে কিছুটা মুক্তির পথ পেতে। মায়ের আশীর্বাদে আমাদের এই জীবন থেকে নানা সমস্যার অবসান ঘটাতে পারে। তার জন্য জীবনে দরকার মা জগৎ মাতার আশীর্বাদ। তাই প্রাথনা করুন মায়ের কাছে নিজের জন্য ও পুরো বিশ্বের জন্য।
আরো পড়ুন :- প্রতি সোমবার পাঠ করুন বিশেষ মন্ত্র ! পাবেন রোগ ব্যাধি থেকে নিস্তার
মায়ের আশীর্বাদে আমাদের জীবনে উন্নতির বিশেষ প্রভাব দেখা যায়। আমরা সবাই চাই মায়ের করুনা পেতে যাতে আমরা জীবনের সমস্ত বাধা ও সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারি। মায়ের আশীর্বাদেই এক সময় গদাধর পরিণত হয়েছিল প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংস দেবে। মা ভবতারিণী হলো শক্তির সেই রূপ, যার শক্তির জন্য সন্তানদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়।
Highlights
1. প্রতিদিন মা ভবতারিণীকে স্মরণ করুন !
2. যার শক্তির জন্য সন্তানদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়
#MA #KALI