অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ ! ত্রিপুরা সরকারের বিভিন্ন সরকারি অফিসে মাল্টি টাস্কিং স্টাফ , গ্রুপ ডি ও লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

job

মাল্টি টাস্কিং ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ২৫০০টি । অষ্টম শ্রেণী পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  এই দুই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১-১২-২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪১ বছরের মধ্যে। এই ক্ষেত্রে প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। ইংরেজি ও জেনারেল স্টাডিজ আর জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, দুটি বিষয়ে ৮৫ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে মোট শূন্য পদের ৩ গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। পরীক্ষা অনলাইন মাধ্যমে হবে।

এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক এর ক্ষেত্রে শূন্য পদ ১৫০০টি । মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পেপারে লিখিত পরীক্ষা হবে। ৭০ নম্বর ইংরেজি বিষয়ে ও ৩০ নম্বরের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে ৩০ নম্বরের।

আরো পড়ুন :- শীঘ্রই ১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হতে চলেছে !

এই সকল পদের জন্য আবেদন করতে employment.tripura.gov.in এই ওয়েবসাইট গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন। এই সকল পদের জন্য যোগ্য প্রাথীরা দ্রুত আবেদন করুন।

Highlights

1. অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ ! 

2. আবেদন করতে employment.tripura.gov.in এই ওয়েবসাইট গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

#JOB #GOVT

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন