Bangla News Dunia, Pallab : পার্থ, অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টের পর মেলবোর্নেও নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্বইচ্ছায় ব্যাট করতে নেমে বিরোধী অধিনায়ক কামিন্সের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে। যার জেরে দুই অঙ্ক তো দূর অস্ত, মাত্র 3 রানে সাজঘরে ফেরেন ভারতীয় মহাতারকা। পরিস্থিতি এমন, যে শর্মার নামের আগে ‘মহাতারকা’ শব্দবন্ধটি মেনে নিতে পারছেন না ভক্তরা। এহেন আবহে অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে তারকার অবসর নিয়েও।
টি-টোয়েন্টিকে আলভিদা জানানো রোহিত টেস্ট ক্রিকেটে এখন ভয়াবহ সময় কাটাচ্ছেন। দুই ফরম্যাটের পর অজিভূমিতে শত্রুপক্ষের বিরুদ্ধে এক ফোঁটাও জায়গা করে উঠতে পারেননি হিটম্যান। যার জেরে সমর্থকদের প্রশ্নের মুখে ভারতীয় তারকার কেরিয়ার। বারংবার প্রশ্ন উঠছে অস্ট্রেলিয়া টেস্টের পরই রোহিত অবসর নিবেন কিনা সে বিষয়ে। যেই সংশয়ে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি ভাইরাল হওয়া রোহিতের কান্নার দৃশ্য। আর এই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখার পর থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা বেড়েছে নানা মহলে। এবার সেই জল্পনায় জল ঢেলে ভারতীয় তারকার অবসর প্রসঙ্গে মুখ খুলল BCCI।
রোহিতের অবসর নিশ্চিত করেছে BCCI!
ভারতীয় তারকার দুর্বল ফর্মের কারণে নানা মহলে তাঁকে নিয়ে উঠছে সমালোচনার ঝড়। এমনকি বহুবার রোহিত শর্মার অবসর প্রসঙ্গে বিসিসিআইয়ের হস্তক্ষেপের কথা কানে এসেছে। এবার সেই গুজব উড়িয়ে দিয়ে রোহিত প্রসঙ্গে মুখ ফসকালেন এক বিসিসিআই কর্তা। হিটম্যানের অবসর প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিনিয়র কর্তার বক্তব্য, অবসর নিয়ে রোহিত শর্মার সাথে আমাদের কোনও রকম আলোচনা হয়নি।
যা ভেসে আসছে তা সবই গুজব। আর এই ধরনের ভুয়ো তথ্য এর আগেও বহু ভারতীয় খেলোয়াড়কে নিয়ে উঠে এসেছিল। বিসিসিআই কর্তার আরও সংযোজন, অবসর প্রসঙ্গে রোহিতের সাথে কোনও কথা হয়নি। তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন কিনা সেই সিদ্ধান্ত তাঁর একান্তই ব্যক্তিগত। আপাতত আমাদের নজর মেলবোর্ন টেস্ট জয়ের দিকে।
রোহিতের সাথে আলোচনায় বসবেন আগরকর
ধারণা করা হচ্ছে, রোহিতের খারাপ পারফরমেন্স নিয়ে তাঁর সাথে কথা বলবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সূত্র বলছে, রোহিতের টেস্ট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করতে পারেন তিনি। বলা বাহুল্য, বর্তমানে মেলবোর্নেই রয়েছেন আগারকার। মনে করা হচ্ছে, চতুর্থ টেস্ট শেষ হলেই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। কেননা, ভারতীয় তারকা যেভাবে প্রতিমুহূর্তে ব্যর্থতার বৃত্ত বাড়িয়ে চলেছেন তাতে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারে, সেক্ষেত্রে আগামী 3 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনির টেস্টই রোহিতের জীবনের শেষ টেস্ট হবে।