Bangla News Dunia, অজয় দাস :- যেকোনো ব্যবসা করার আগে সেই ব্যবসার প্রতি একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। তবেই কোনো মানুষ সেই ব্যবসায় লাভবান হতে পারবেন। তবে তার থেকেও জরুরি ব্যবসার প্রতি ভালোবাসা থাকার। যদি ব্যবসার প্রতি ভালোবাসাই না থাকে তবে ব্যবসায় উন্নতি করা সম্বভ নয়। তাই যেকোনো ব্যবসা করার আগে নিজের মধ্যে এই জিনিস গুলো আছে কি না তা বুঝে নেওয়া দরকার।
এই আর্টিকেল এ আমরা যেই বাবসাটির আলোচনা করবো সেটি হলো ছাতুর ব্যবসা। এই ব্যবসাটি শুরু করতে আপনাকে সর্বোচ্চ ৫০০০ হাজার টাকা খরচ করতে হতে পারে। এই ব্যবসাটি করে আপনি মাসে লাখ টাকার বেশি অর্থ উপার্জন করতে পারবেন। খুবই সহজ একটি ব্যবসা। যেখানে আপনাকে খুব একটা পুঁজি লাগাতে হবে না। খুবই সামান্য টাকা থেকে ব্যবসাটি শুরু করতে পারবেন। এছাড়া ব্যবসাটি কি ভাবে করবেন , কি ভাবে মার্কেটিং করবেন ও এছাড়া ব্যবসায় লাভের পরিমানের ব্যাপারেও আলোচনা করবো।
এই ব্যবসাটি ব্যাপারে বলার আগে বলে রাখি। বাজারে ছাতুর চাহিদা প্রচুর রয়েছে। আপনি যদি ভালো প্রোডাক্ট ও সঠিক দাম দিতে পারেন তবে ব্যবসায় সফলতা পাবেনই। এছাড়াও আপনাকে ব্যবসায় বড় হতে গেলে কঠোর পরিশ্রমী হতে হবে।
এই ব্যবসাটি করতে গেলে আপনাকে প্রথমেই ছোলা কিনতে হবে। এই ছোলা চেষ্টা করুন আপনার এলাকার থেকে কিনতে। প্রথমে আপনি ৫০ কেজি ছোলা দিয়ে শুরু করতে পারেন। যার দাম হতে পারে ২৫০০ থেকে ৩০০০ টাকা। আপনি যেহেতু বেশি পরিমানে কিনবেন তাই কম দামেই ছোলা পাবেন।
এই ছোলা কেনার পর ভাঁজতে হবে। ছোলা সাধারণত লোহার কড়াইতে বালি দিয়ে ভাঁজতে হয়। তার পর এই ভাঁজা ছোলা ভাঙাতে হবে। ভাঙানোর জন্য আপনি নিজের এলাকার গম বা চাল ভাঙানোর দোকানের সাথে কথা বলতে পারেন। তারই বলে দেবে আপনি ছোলা কোথা থেকে ভাঙাতে পারবেন।
ছোলা ভাঙ্গানো হয়ে গেলে , তা প্যাকেট জাত করতে হবে। এই প্যাকেট আপনি কোথা থেকে বানাবেন তার জন্য নিচে দেওয়া নম্বরে আমাদের ফোন করতে পারেন। আমরা আপনাকে সাহায্য করবো। এবার আপনার ব্র্যান্ড বানিয়ে তার নাম দেওয়া প্যাকেটে ছাতু ভর্তি করতে হবে। এই প্যাকেট জাত হয়ে গেলে আপনাকে ওই ছাতু এলাকার দোকানে দোনাকে নিয়ে যেতে হবে।
মার্কেটিং :- ছাতু বিক্রি করার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। এর জন্য আপনি অনলাইন ডিজিটাল মার্কেটিং ও অফলাইন মার্কেটিং করতে পারেন। এতে এলাকার লোক আপনার ব্রান্ডের ব্যাপারে জানতে পারবে। এছাড়া আমরা আপনাকে মার্কেটিং – এ সাহায্য করতে পারি। এর জন্য ও আপনাকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে।
ব্যবসায় লাভ :- যেকোনো ব্যবসা টিকে থাকার জন্য লাভ খুবই জরুরি। আমরা একটি হিসাব দিচ্ছি।
কাঁচা ছোলা প্রতি কেজি – ৫৫ টাকা
কাঁচা ছোলা ভাঙ্গানো প্রতি কেজি – ৫ টাকা
প্যাকেট খরচ প্রতি কেজি – ২ টাকা
যাতায়াত খরচ প্রতি কেজি – ২ টাকা
ছাতুর লস প্রতি কেজি – ১১ টাকা
——————————————–
টোটাল খরচ – ৭৫ টাকা ( কাঁচা ছোলা থেকে ছাতু বানাতে খরচ )
এখানে ছাতুর লস বলতে , ছোলা ভাঙালে কিছু পরিমান ছাতু নষ্ট হয়। ধরুন ১ কেজি ছোলা ভাঙিয়ে আপনি ৮০০ গ্রাম ছাতুপেতে পারেন , এর থেকে বেশিই পাবেন। এখানে আপনার সমস্ত খরচ নিয়ে দোকান পর্যন্ত ১ কেজি ছাতু পৌঁছতে ৭৫ টাকা খরচ হবে।
বর্তমানে বাজার চলতি ছাতু ১৪০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি বিক্রি করা হয়। আপনি চাইলে প্রতি কেজি ১২০ টাকাতে বিক্রি করতে পারেন। এতে ক্রেতা কম পয়সায় ছাতু পাবে। ১২০ টাকা কেজি ছাতু বিক্রি করলে আপনার লাভ থাকবে প্রতি কেজি ৪৫ টাকা।
এবার আপনি চাইলে নিজে ২৫ টাকা ও দোকানদারকে ২০ টাকা লাভ দিতে পারেন। পরবর্তী কালে ব্যবস্যা যত বৃদ্ধি পাবে আপনার প্রতি কেজি খরচ কমে যাবে। কারণ তখন আপনি আরো বেশী করে ছোলা কিনবেন আর কেজি প্রতি ছাতুর লস ও কম হবে। তখন কেজি প্রতি ৯০০ গ্রাম ছাতু পেতে পারেন বা তার থেকেও বেশি হতে পারে।
এবার আপনি যদি প্রতিদিন মাত্র ৫০ কেজি ছাতু বিক্রি করতে পারেন তবে ২৫ টাকা হিসাবে প্রতিদিন আপনি ১২৫০ টাকা আয় করতে পারবেন। এছাড়া দিনকে দিন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে ও আগে গিয়ে আপনি ডিলার ও ডিস্ট্রিবিউটর দিতে পারবেন। তার জন্য আমরা আপনার সাহায্য করতে পারি। কারণ আমার ডিজিটাল মার্কেটিং ও ওয়েবসাইট তৈরি ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা দিয়ে থাকি।
এই ব্যবসার ভিডিও দেখতে নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। এছাড়া এই রকমআরো নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন ও আমাদের ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করুন। যাতে আপনি নতুন ব্যবসায়িক আইডিয়া পান ও ব্যবসা করার সমন্ধে জানতে পারেন।
———————————————————————
আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।
আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
যোগাযোগ :- 8967491470
ই-মেইল :- [email protected]
ওয়েবসাইট :- avilodm.co
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।