Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জম্মু-কাশ্মীর জেলা উন্নয়ন নিগমের ভোটে বড় সাফল্য বিজেপির ! গত বছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর এটি প্রথম নির্বাচন। জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন নিগমের ভোটের গণনার শেষ ট্রেন্ড অনুযায়ী, কাশ্মীরে উপত্যকাতে এগিয়ে পিডিপি-ন্যাশনাল কনফারেন্সের গুপকার জোট। আর জম্মুতে বেশ এগিয়ে মাত দিচ্ছে বিজেপি। যদিও এবার ২ ক্ষেত্রেই ভাল ফলের আশা করছে বিজেপি। টানটান উত্তেজনার মধ্যে ভোট গণনা চলছে।
সূত্র মারফত শেষ খবর অনুযায়ী সেখানে গুপকার জোট এগিয়ে রয়েছে ৯৬ টি আসনে। এদিকে তাদের কড়া টক্কর দিয়ে বিজেপি এগিয়ে আছে ৫৬ টি আসনে আর কংগ্রেস এগিয়ে রয়েছে ২১ টি আসনে। কাশ্মীরে গুপকার জোট এগিয়ে গেলেও জম্মুতে অনেক এগিয়ে আছে বিজেপি। এক বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছে, ধারা ৩৭০ বিলোপের পর উপত্যকার মানুষ এবার বদল চান। তাই জম্মু কাশ্মীরে এবার বিজেপি ভাল ফল করবে। তার ফল স্বরূপ গুপকার জোটের শক্ত ঘাঁটি শ্রীনগরেও খাতা খুলেছে বিজেপি।
আরো পড়ুন :- সবজি বিক্রেতাকে প্রার্থী করে বাজিমাত বিজেপির ! বিস্তারিত পড়ুন
এবারে জম্মু ও কাশ্মীরের উন্নয়ন নিগমের ভোট হয়েছিল ইভিএমের বদলে সম্পূর্ণ পোস্টাল ব্যালটে। ফলে সম্পূর্ণ ভোট গণনা শেষ হতে বেশ সময় লাগতে পারে পারে। তবে এবার উপত্যাকায় ভালো ফলের আসা করছে সব দল। এখন দেখার শেষ হাসি কে হাসে ?
Highlights
1. জম্মু-কাশ্মীর জেলা উন্নয়ন নিগমের ভোটে বড় সাফল্য বিজেপির !
2. ইভিএমের বদলে সম্পূর্ণ পোস্টাল ব্যালটে
#BJP #Jammu