Bangla Nesws Dunia, সুমিত পাল :- এই আর্টিকেল এ আমরা একটি খুবই সহজ ও লাভ জনক ব্যবসার সমন্ধে আপনাদের জানাবো। যার মাধ্যমে আপনি এই ব্যবসার ব্যাপারে সমস্ত তথ্য পাবেন। এছাড়া আপনি নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। যার মাধ্যমে আপনি এই ব্যবসার সম্বন্ধেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন।
এই ব্যবসাটি যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তবে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়া এই ব্যবসার ডিস্ট্রিবিউটর দিতে পারবেন। এই ব্যবসার প্রোডাক্ট আপনাকে উৎপাদন করতে হবে না। আপনি শুধু প্যাকেজিং ও মার্কেটিং করেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। চলুন এই ব্যবসার সমন্ধে জেনে নেওয়া যাক।
এই ব্যবসাটি হলো ঘি এর ব্যবসা। এই ঘি আপনাকে উৎপাদন করতে হবে না। তবে আপনি ঘি কোথা থেকে পাবেন ? আপনি যেই এলাকায় থাকুন না কেনো আপনার এলাকার আসে পাশে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে ভালো ঘি উৎপাদন করে এমন লোক পাবেনই। এবার সেখানে গিয়ে আপনাকে তাদের সাথে কথা বলে ঘি এর গুনগত মান ( Quality ) দেখতে হবে। এর সাথে কিছু স্যাম্পেল ঘি আপনাকে এনে খেয়ে দেখতে হবে। এর পর আপনাকে ভালো দেখে দাম কম একটি ঘি বাছাই করতে হবে।
ঘি বাছাই / সিলেক্ট হয়ে গেলে আপনাকে ঘি এর কৌটো কিনতে হবে ও ব্র্যান্ড নাম লাগাবার জন্য স্টিকার ছাপাতে হবে। তার সাথে আপনাকে একটি ম্যানুফ্যাকচারিং ডেট দেবার জন্য স্ট্যাম্প ও দাম ( Rate ) দেবার জন্য আরো একটি স্ট্যাম্প বানাতে হবে।
এই সকল জিনিষ আপনার কাছে চলে আসলে আপনি এবার ৫ কেজি ঘি কিনে আনুন। আর এই ঘি বোতলে ভোরে স্টিকার লাগিয়ে দোকানে বেচার জন্য তৈরি করুন।
এবার এই ঘি নিয়ে প্রথমে আপনি নিজেই দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করুন। এছাড়া আপনি ব্যানার বানিয়ে দোকানদার দের দিতে পারেন। এতে ক্রেতারা আপনার ব্রান্ডের সমন্ধে জানতে পারবেন। এছাড়া আপনি আপনার এলাকায় ডিজিটাল মার্কেটিং করতে পারেন, কারণ বর্তমান ডিজিটাল যুগ। আপনি আপনার ব্যবসায় ডিজিটাল মার্কেটিং করাবার জন্য আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন – 8967491470
এবার আশা যাক লাভ লসের উপর। আপনি যদি ৩৫০ টাকা কেজি ঘি কেনেন তবে ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘি বিক্রি করতে পারবেন। এবার খরচের সমন্ধে দেখে নেওয়া যাক।
প্রতি কেজি ঘি – ৩৫০ টাকা
প্লাষ্টিকের কৌটো – ১০ টাকা
স্টিকার – ৫ টাকা
আনুষাঙ্গিক আরো খরচ – ১০ টাকা
—————————————–
টোটাল খরচ – ৩৭৫ টাকা
অথাৎ প্রতি কেজি আপনার খরচ ৩৭৫ টাকা। এবার আপনি ২৫ টাকা লাভ রেখে ৪০০ টাকায় দোকান দারদের বিক্রি করুন। আর দোকান দারদের বলুন ৫০ টাকা লাভ রেখে ৪৫০ টাকায় বিক্রি করতে।
তবে এলাকা ভিত্তিক এই ঘি এর দাম কম ও বেশী হতে পারে। আপনি আপনার মতন করে দাম রাখবেন। একবার আপনার ব্যবসা বড় হলে আপনি আপনার এলাকার বাইরে ডিস্ট্রিবিউটর দিন। সেখানে আপনি শুধু পোডাক্ট দেবেন আর মার্কেটিং করবেন। আপনার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর দোকানে দোকানে বিক্রি করবে।
একবার যখন আপনার ব্যবসা বড় হয়ে যাবে তখন আপনার লাভের পরিমান বৃদ্ধি পাবে। কারণ আপনি যখন বেশি পরিমানে ঘি কিনবেন তখন আপনি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা কমে কিনতে পারবেন , কারণ আপনি প্রচুর পরিমানে ঘি ক্রয় করছেন। এছাড়া যখন আপনার ক্রেতা তৈরি হয়ে যাবে তখন দোকান দারের লাভ কমিয়ে প্রতি কেজি ৪০ টাকা করে দিতে পারেন। এছাড়া যখন প্রচুর পরিমানে প্লাস্টিকের বোতল কিনবেন তখন কম পয়সায় বোতল পাবেন।
এই ব্যবসার সমন্ধে আরো জানার জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। কারণ সেই ভিডিওতে আরো বেশি ডিটেলস এ বলা হয়েছে। এছাড়া আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
————————————————————————
আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।
আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
যোগাযোগ :- 8967491470
ই-মেইল :- [email protected]
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।
———————————————————————-