Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দাঁতে অসহ্য যন্ত্রণা হচ্ছে ! দাঁতের যন্ত্রনা হলো একটি বড়ো সমস্যা। আর যখন এটি বাড়ে জীবন দুর্বিসহ হয়ে ওঠে।
এক নজরে দেখুন মুক্তির উপায় ——
১. দাঁত, মাড়ির সমস্যা কমাতে ভাল কাজ করে গরম নুন জল। এক গ্লাস গরম জলে এক চা চামচ নুন মিশিয়ে কুলকুচি করুন।
২. অল্প একটু রসুন থেঁতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। এতে দাঁতের ব্যাথা কমে যাবে।
৩. খুব ব্যাথা হলে দুটো লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে তার সঙ্গে মিশিয়ে লেইটা দাঁতে লাগান।
৪. কিছুটা নুন ও সামান্য গোলমরিচ মিশিয়ে কিছু পরিমাণে জল দিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর ব্যাথা দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে করেক মিনিট রাখুন। কিছু সময় পর দেখবেন ব্যাথা কমবে।
৫. কাঁচা পেঁয়াজের অ্যান্টিসেপটিক গুণ ক্ষত, ব্যথা সারাতে সাহায্য করে। দাঁতে বেশি ব্যথা হলে এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। এতে কিছুটা ব্যাথা কমে।
আরো পড়ুন :- হেঁচকির সমস্যায় হয়রান হচ্ছেন ! জেনে নিন সামাল দেওয়ার উপায়
৬. এক টুকরো আদা কেটে নিন তারপর সেটি থেঁতো করে আদার পেস্ট তৈরি করে সেই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিভ দিয়ে চেপে রাখুন দাঁতের কাছে। কিছু সময় পর ব্যথা চলে যাবে।
৭. এছাড়াও আধ চামচ হিং গুঁড়ো ও দুই চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান।
এই উপায়ে যদি ব্যাথা না কমে তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান।
Highlights
1. দাঁতে অসহ্য যন্ত্রণা হচ্ছে !
2. ডেন্টিস্টের কাছে যান
#Teeth #Pain