জীবনে নানা সমস্যা চলছে ? জেনে নিন মুক্তির পথ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে নানা সমস্যা চলছে ? আমাদের সকলের জীবনে যত সুবিধা দিন দিন বাড়ছে তার সাথে আমাদের জীবনে জটিলতা ও ততই বাড়ছে। প্রত্যেকটা ঘরে কোনো না কোনো সমস্যায় প্রত্যেকেই ভুগছেন। যদি আমরা একটু বিশ্বাস এবং ভরসা রাখি তাহলে কিছু নিয়ম, টোটকা মেনে চলতে পারি সেক্ষেত্রে ছোট বড়ো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। জীবনে কিন্তু টোটকা বা বিশেষ নিয়ম একটু মেনে চলতে পারলেই অসাধারণ ফল পাওয়া যায়।

এক নজরে দেখুন ——-

১. আপনি খুব অল্প খরচে ভালো থাকতে পারেন ফিটকিরির ব্যবহারের দ্বারা। যদি ঘরের উত্তর পূর্ব বা পূর্ব কোনে সাদা কাপড়ে কিছু ফিটকিরি বেঁধে ঝুলিয়ে দিতে পারেন তাহলে সমস্যা কমে যাবে।

২. যারা রাত্রে বাজে স্বপ্ন দেখেন বা বোবায় ধরে বা যারা রাত্রে ঘুমোতে গেলে আজে বাজে চিন্তা করেন ব অনিদ্রাতে ভোগেন তাদের উচিত বালিশের তলায় সাদা সুতির কাপড়ে কিছুটা ফিটকিরি বেঁধে রেখে দিন।

৩. আপনাদের শোবার ঘরের সব জানলা দরজাতে সাদা রঙের পর্দা লাগিয়ে ফেলুন। সাদা রঙের বিছানায় চাদর ব্যবহার করুন। সুগন্ধি দিয়ে রাখার চেষ্টা করুন। সকাল অবধি পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো যাতে ঘরে প্রবেশ করে সেদিকে নজর দিন।

আরো পড়ুন :- হস্ত রেখায় কি কি অশুভ সংকেত থাকলে মানসিক সমস্যা দেয় জানুন

৪. আপনার ছেলে মেয়ের পড়াশোনার ঘরে একটা তুলসী গাছ রাখুন ও পড়ার ঘরের টেবিলে রাখুন। বিছানায় বসে পড়াশোনা বন্ধ করান ও পড়ার টেবিলে একটা সবুজ কাপড় পাতুন।

এই সকল উপায়ে আপনি ভালো থাকতে পারেন।

Highlights

1. জীবনে নানা সমস্যা চলছে ?

2. এই সকল উপায়ে আপনি ভালো থাকতে পারেন

#Astro Tips #Life

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন