Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বর্ষ শেষে কোল্ড মুন ! চলতি বছর শেষ হতে আর ৩ দিনই পড়ে আছে। তার মাঝেই এই বছরে শেষ আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। আজ ও কাল অর্থাৎ ২৯ ও ৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে কোল্ড মুন অফ ২০২০। এই কোল্ড মুন প্রত্যক্ষ করার সেরা সময় হলো গোধূলি। চাঁদ ওঠার পর ১৫ থেকে ২০ মিনিট পূর্ব আকাশে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।
মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাল অর্থাৎ ৩০ ডিসেম্বর রাতে ভারতের আকাশে পূর্ণিমা আর সেই পূর্ণ চন্দ্র সব চেয়ে ভালো করে দেখা যাবে। আগামীকাল ভারতবাসী প্রত্যক্ষ করবে এই বছরের শেষ কোল্ড মুন অফ ২০২০। সম্প্রতি দিন কয়েক আগে সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনি সব থেকে কাছে এসেছিল। সেই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছিল সমগ্র পৃথিবীর মানুষ। জ্যোতি র্বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছরের শেষে দীর্ঘতম রাতে এই বিশেষ পূর্ণিমা দেখা যায়। এটিকে বিজ্ঞানের ভাষায় লং নাইটস মুন হিসেবে বলা হয়।
আরো পড়ুন :- মানব দেহে নয়া অঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ! বিস্তারিত পড়ুন
প্রসঙ্গত কমলা রঙের পূর্ণ চন্দ্র অর্থাৎ চাঁদের এই কমলা রঙের পিছনে একটা কারণ রয়েছে। চাঁদ ওঠার সময়ে সূর্যের প্রতিফলিত রশ্মি দেখা যাবে। এই রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যাবে ফলে পৃথিবীর কাছে প্রত্যক্ষ হবে। সে ক্ষেত্রে চাঁদ ওঠার সময়ে উজ্জ্বল কমলা রঙের হবে। আর আগামী বছরে প্রথম পূর্ণিমা দেখা যাবে ২৮ জানুয়ারি নাম উলফ মুন।
Highlights
1. বর্ষ শেষে কোল্ড মুন !
2. ২৮ জানুয়ারি নাম উলফ মুন
#MOON #2020