কয়েক হাজার রোহিঙ্গাকে বিচ্ছিন্ন দ্বীপে পাঠাল বাংলাদেশ সরকার ! চাপানউতোর আন্তর্জাতিক মহলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– কয়েক হাজার রোহিঙ্গাকে বিচ্ছিন্ন দ্বীপে পাঠাল বাংলাদেশ সরকার ! দেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝে বিচ্ছিন্ন দ্বীপে হাজার খানেক রোহিঙ্গা উদ্বাস্তুকে পাঠিয়ে দিল বাংলাদেশ সরকার। যদিও বাংলাদেশ সরকারের তরফে দাবি সোমবার যাঁদের সেখানে পাঠানো হয়েছে তাঁরা নিজেদের ইচ্ছাতেই গিয়েছেন। বাসে করে প্রায় দেড় হাজার রোহিঙ্গা উদ্বাস্তকে বাংলাদেশের কক্সবাজার জেলার শিবির থেকে নির্জন দ্বীপের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তাই নিয়ে চাপানউতোর আন্তর্জাতিক মহলে।

প্রসঙ্গত সেই দ্বীপটির নাম ভাসান চর। গত বছর ২০ আগে কোনও দ্বীপটির অস্তিত্ব ছিল না। তার পর আস্তে আস্তে অনেক দিন পলি জমে এই দ্বীপটি তৈরি হয়েছে। কিন্তু বর্ষার সময় নাকি ডুবে যায় এই দ্বীপটি। কিন্তু বাংলাদেশ সরকারের তরফে বন্যা আটকানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়। একটি মানবাধিকার সংগঠনগুলি আপত্তি তুলেছিল। তারা বলেছিলো জোর করে সেখানে পাঠানো হচ্ছে। এছাড়াও সিদ্ধান্ত বাতিলের আবেদন করেছে আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ।

আরো পড়ুন :- আগামীদিনে করোনার থেকে ভয়ঙ্কর কিছু আসবে ! বিস্তারিত পড়ুন

উলেখ্য রাষ্ট্রসংঘ উদ্বাস্তু মানুষগুলির পক্ষে সওয়াল করেছে। বাংলাদেশের মন্ত্রী ওবাইদুল কাদের দাবি করেছেন,  যে রোহিঙ্গারা ভাসান চরে গিয়েছেন তাঁরা সেখানকার ব্যবস্থাতে সন্তুষ্ট। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত দেশ মায়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসেন। তার পিছনে মায়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারের অভিযোগ রয়েছে।

Highlights

1. কয়েক হাজার রোহিঙ্গাকে বিচ্ছিন্ন দ্বীপে পাঠাল বাংলাদেশ সরকার ! 

2. রাষ্ট্রসংঘ উদ্বাস্তু মানুষগুলির পক্ষে সওয়াল করেছে

#রোহিঙ্গা #UN

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন