বিশ্বব্যাপী বিপর্যয়ের বছর ২০২০ ! দেখুন এক নজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশ্বব্যাপী বিপর্যয়ের বছর ২০২০ ! সারা বিশ্ব করোনা মহামারীর ধাক্কায় একদিকে যেমন কাবু। তেমনই ২০২০ কে আঘাত করেছে নানান দুর্ঘটনা ও বিপর্যয়। এই সালটি শুধু রোগের জন্য নয় এটি স্মরণীয় হয়ে থাকবে বিপর্যয়ের সাল হিসেবেও।

গত ১২ জানুয়ারি ফিলিপাইনের ভয়ানক আগ্নেয়গিরি জেগে ওঠে। সেটা থেকে ওঠা ছাই ও ধোঁয়াশায় কয়েক কিমি ওপরে চলে যায়। প্রায় ৪০ বছর সুপ্ত অবস্থায় ছিল সেই জীবন্ত আগ্নেয়গিরি। এই বিপর্যয়ের জেরে মোট ৩৯ জনের মৃত্যু হয়। তারপর গত ২৪ জানুয়ারি তুরস্কে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মৃত্যু হয় ৪১ জনের। মোট ১০০০ জন আহত হয়। মাটির মাত্র ১০ কিমি গভীরে ভূমিকম্প আঘাত হানে।

পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

গত ২৮ জানুয়ারি ৭.৭ মাত্রার ভূমিকম্প ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় বাসীদের ওপর আঘাত হানে। এত শক্তিশালী ছিল যে এর প্রভাব জামাইকা এবং কিউবার কাছেও অনুভূত হয়েছিল। অস্ট্রেলিয়ার বিশাল দাবানল এখনও কেউ ভুলতে পারেনি। আগুনের জেরে পুড়ে ১২০ মিলিয়ন হেক্টর জমি। মৃত্যু হয়েছে ৩৩ জনের। প্রায় ১০০ কোটি প্রাণী মারা গিয়েছিল। মে মাসের ২০ তারিখ আমাদের পশ্চিমবঙ্গে আঘাত হানে ভয়ানক সাইক্লোন আমফন। ১৫০ থেকে ১৮৫ কিমি বেগে এর আঘাতে সব তছনছ হয়েছিল। মারা যায় শতাধিক। ভাঙে বহু বাড়ি ও গাছপালা।

আরো পড়ুন :- কয়েক হাজার রোহিঙ্গাকে বিচ্ছিন্ন দ্বীপে পাঠাল বাংলাদেশ সরকার ! চাপানউতোর আন্তর্জাতিক মহলে

তারপর ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে আগুন লেগে অস্ট্রেলিয়ার পরে এই দাবানলে ব্যাপক ছিল। আগুন নিভতে ৩ মাস সময় লেগেছিল। ১৩ নভেম্বর সাইক্লোনে মধ্য আমেরিকা ও ক্যারিবীয় উপকূলে বিপর্যয়ের সৃষ্টি হয়। এর গতিবেগ ছিল ঘন্টায় ২৬০ কিমি। ৭.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

Highlights

1. বিশ্বব্যাপী বিপর্যয়ের বছর ২০২০ !

2. স্মরণীয় হয়ে থাকবে বিপর্যয়ের সাল হিসেবেও

#2020 #Year

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন