Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :-
১) চতুর্থপতি গ্রহ বা লগ্নপতি 4থে থাকলে গৃহ লাভ হয়।
২) চতুর্থ পতি লগ্নে এবং লগ্নপতি চতুর্থে অথবা চতুর্থ পতি ও লগ্নপতি উভয়েই কেন্দ্রে বা ত্রিকোনে থেকে শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হলে জাতক/জাতিকার গৃহ লাভ হয়।
৩) বলবান চতুর্থ পতি চতুর্থে থাকলে জাতকের গৃহ লাভ হয়।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
৪) চতুর্থ পতি চর রাশিতে বলবান ভাবে থেকে কেন্দ্রে বা ত্রিকোনে অবস্থান করলে বিদেশে গৃহ লাভ হয় এবং দ্বিস্বভাব রাশিতে হলে স্বদেশে এবং বিদেশে উভয় স্থানে গৃহ লাভ হতে পারে।
৫) ভাগ্য পতি গ্রহ কেন্দ্রে,চতুর্থ পতি গ্রহ তুঙ্গ বা মিত্র গ্রহ গত হলে এবং চতুর্থ ভাবে তুঙ্গ গ্রহ থাকলে সুন্দর অট্টালিকার সদৃশ গৃহ হয়।
৬) চতুর্থ পতি গ্রহ হীনবলি হয়ে ষষ্ঠ,অষ্টম ও দ্বাদশ ভাবে অবস্থান করলে এবং চতুর্থ ভাব পাপযুক্ত ও দৃষ্ট হলে জাতক/জাতিকার গৃহ সুখ হয় না।
আরো পড়ুন :- হস্ত রেখায় কি কি অশুভ সংকেত থাকলে মানসিক সমস্যা দেয় জানুন
————————————————————————-
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)