২০২১ সাল মেষ রাশির জাতক-জাতিকার কেমন কাটবে জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- এই বছর এই রাশির জাতক জাতিকাদের পড়াশুনোর ফল ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। এই বছর বন্ধুদের দ্বারা উপকারিত হতে পারেন। কাজে উন্নতি আসবে। সাহিত্য চর্চায় উন্নতি হতে পারে। এই বছরে আপনার শরীর মোটামুটি ভালোই যাবে। সন্তানের ভালো কাজের জন্য আপনারা মুখ উজ্জ্বল হতে পারে। স্বাধীন ভাবে ব্যবসা করার ফলে উন্নতি আসতে পারে।

এই বছর পারিবারিক কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার বন্ধুর আকস্মিৎ মৃত্যু বা দুর্ঘটনা আপনাকে মানষিক ভাবে কষ্ট দিতে পারে। পেট ও মাথার যন্তনায় কষ্ট পেতে পারেন। অথাৎ দৈহিক অবস্থা তেমন একটা ভালো যাবে না। পরিবারের ভাই বোনেদের শরীর ভালো থাকবে। যারা বেকার তাদের কাজের ব্যবস্থা হতে পারে।

এই বছরে বিবাহ উপযুক্ত জাতক – জাতিকাদের বিবাহ যোগ রয়েছে। কোনো সাধক পুরুষের সানিধ্য লাভ হতে পারে। এই বছরে এই রাশির আয় হবে কিন্তু ব্যায় কম হবে। মাতা – পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই সময় আপনার শত্রু আপনার তেমন ক্ষতি করতে পারবে না অথাৎ শত্রু ভাব শুভ বলা যায়।

আরো পড়ুন :- আপনার সময় খারাপ যাচ্ছে ? সুদিন ফেরাতে মানুন কিছু নিয়ম

জীবিকা :- কর্মক্ষেত্রে ছোটোখাটো অশান্তি থাকবেই। ব্যবসায় অর্থ আগমন ভালো হবে। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি পাবেন। খরচ বেশি হবার কারণে সঞ্চয় কম হবে।

পরিবার :- এই বছর স্ত্রীর সাথে অশান্তি বাড়বে। এছাড়া পরিবারের সকলের সাথেই অশান্তি বৃদ্ধি পেতে পারে। পরিবারের লোকের সাথে ব্যবসা নিয়ে বিবাদ হতে পারে। সন্তান কথার আবদ্ধ হবে।

অর্থ :- এই বছর কোনো কাজের জন্য ঋণ নিতে হতে পারে। তবে অর্থভাগ্য ভালো যাবে। ব্যবসায় অর্থ নিয়ে চিন্তা থাকবে।

সম্পর্ক :- ঘরে বাইরের সম্পর্ক নিয়ে অশান্তি হতে পারে। পারিবারিক সম্পর্কে বাধা আসবে। স্ত্রীর সাথে বাইরের লোকের অশান্তি হতে পারে। বছরের শেষের দিকে সম্পর্কের উন্নতি হতে পারে।

আরো পড়ুন :- এই ৬ টি টোটকা বদলে দেবে আপনার ভাগ্য। বিস্তারিত পড়ুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য banglanewsdunia.com  ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া।।

প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।।

বিঃদ্রঃ – নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে, ৫ দিন আগে নাম বুকিং অবশ্যক।।

ভালো থাকুন, সুস্থ থাকুন ঈশ্বর আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন

Bangla news dunia Desk

মন্তব্য করুন