HMPV আক্রান্তদের আইসোলেশন বাধ্যতামূলক ! কড়া নির্দেশিকা জারি দিল্লির

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ইতিমধ্যেই ভারতে থাবা বসিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি (HMPV)। সোমবার বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। তবে চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এই এইচএমপিভি-র সংক্রমণের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে কেন্দ্র। কিন্তু এইচএমপিভি-র সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি করেছে দিল্লির স্বাস্থ্য দপ্তর (Delhi health authorities)।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

দিল্লির স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণ রয়েছে এমন রোগীকে চিহ্নিত করতে হবে। এইচএমপিভি-র সংক্রমণ হয়েছে এমন কোনও সন্দেহভাজন রোগীকে দ্রুত আইসোলেশনে (Isolation) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা বা গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ রয়েছে এমন রোগীদের স্বাস্থ্য রিপোর্ট নিয়মিত পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। এছাড়া প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, কাফ সিরাপের মতো একাধিক ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি হালকা শ্বাসকষ্টের সমস্যা মেটাতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর জানানো হয়, ভারতে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। এদেশে সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি। তবে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। চিনও এটিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলেই উল্লেখ করেছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন