‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কান্নায় ভেঙে পড়লেন অতীশি। সোমবার (৬ ডিসেম্বর), বিজেপি নেতা রমেশ বিধুরির অবমাননাকর মন্তব্যের বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করতে গিয়ে, কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার (৫ ডিসেম্বর), দিল্লির রোহিনিতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অতীশির পিতৃ-পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন রমেশ বিধুরি। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এরই প্রতিক্রিয়া দিতে এসে এদিন কান্নায় ভেঙে পড়ে অতীশি বলেন, ‘আমি রমেশ বিধুরীকে বলতে চাই, আমার বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি দরিদ্র এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার শিশুকে শিক্ষা দিয়েছেন। এখন তাঁর বয়স ৮০ বছর। তিনি এখন গুরুতর অসুস্থ। সাহায্য ছাড়া এক পা হাঁটতেও পারেন না। আপনি (রমেশ বিধুরী) নির্বাচনে জয়ের স্বার্থে এমন নোংরা কাজ করলেন? এক বৃদ্ধকে গালিগালাজ করতে হলো, এতটা নীচে নেমে গিয়েছেন আপনি? এই দেশের রাজনীতি এতটা নীচে নেমে যেতে পারে, আমি কখনও ভাবিনি।’

রোহিণীতে বিজেপির সমাবেশে রমেশ বিধুরি বলেছিলেন, ‘মারলেনা থেকে সিং হয়েছেন তিনি (অতীশি)। নিজের নাম পরিবর্তন করেছেন। কেজরিওয়াল শপথ নিয়েছিলেন, দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সঙ্গে যেতে দেবেন না তাঁর সন্তানদের। কিন্তু, মারলেনা বাবা পাল্টেছেন। আগে তিনি মারলেনা ছিলেন। এখন তিনি সিং হয়েছেন। এটাই তাদের চরিত্র।’

আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, তাঁর বাবা-মা দিল্লির মুখ্য়মন্ত্রীর নাম রেখেছিলেন অতীশি মারলেনা। তাঁর বাবা-মা ছিলেন মার্কসবাদী। মারলেনা আদতে মার্কস এবং লেনিনের মিশ্রণ। তবে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিরোধীরা প্রচার করেছিল, তিনি খ্রিস্টান। এর পরই, পদবী বাদ দিয়েছিলেন অতীশি। শুধু নাম ব্যবহার করা শুরু করেছিলেন। মাঝে একটা সময়, তিনি অতীশি সিং বলেও নিজের পরিচয় দিতেন।

রমেশ বিধুরির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি বিরোধী দলগুলি। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘বিজেপি নেতারা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিজিকে গালাগালি দিয়েছেন বিজেপি নেতারা। একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান দিল্লির মানুষ সহ্য করবে না। দিল্লির সমস্ত মহিলারা এর প্রতিশোধ নেবেন।’

দিল্লির নির্বাচনে আলাদাভাবে লড়ছে আপ ও কংগ্রেস। কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত। তিনিও রমেশ বিধুরীর মন্তব্যের নিন্দা করেছেন। সন্দীপ বলেছেন, ‘রমেশ বিধুরি আগেও এই ধরনের মন্তব্য করেছেন। প্রশ্ন উঠছে, যে ব্যক্তি অতীতেও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাঁকে কী করে বিজেপি প্রার্থী করল? তাও আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আসন থেকে? তিনি তো সুযোগ পেলেই এমন মন্তব্য করবেন।’

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন