Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হল। সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জ গঠন করা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এ দিন আদালতে দাঁড়িয়ে ইডি-র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থর দাবি, ‘আমি নির্দোষ। আপনার কাছেই প্রমাণ করব।’ এ দিন চার্জ গঠন হয় অয়ন শীল, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন হাজির ছিলেন আদালতে। বিচারক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তাঁকে শোনান। এর পরই পার্থর বক্তব্য শুনতে চান বিচারক। পার্থ জানান, সমস্ত অভিযোগ কাল্পনিক। সবই মিথ্যা। তা তিনি প্রমাণও করবেন।
শুনানি শেষে পার্থ বলেন, ‘চার্জ গঠন করে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রমাণ ছাড়াই চার্জ গঠন হয়েছে।’ বিচারক বলেন, ‘এ তো আদালত অবমাননার সমতুল অভিযোগ।’ শুনেই পার্থ বলেন, ‘আপনার উপর আস্থা আছে।’ বিচারক বলেন, ‘আপনি কী করে ভাবলেন, প্রমাণ ছাড়া আপনার বিরুদ্ধে চার্জ গঠন হল?’
আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত
অন্যদিকে কালীঘাটের কাকু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই এ দিন ভার্চুয়ালি তাঁকে পেশ করা হয়। সূত্রের খবর, ভার্চুয়ালি তাঁকে বিচারক জানিয়ে দেন, কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হল।
বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন। ইডি এ দিন কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট জমা দেয় আদালতে। তারা জানায়, কালীঘাটের কাকু এই মুহুর্তে হাই-ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউ-এ চিকিৎসাধীন। তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো। তা বদলানোর প্রয়োজন রয়েছে কি না তা জানতে এনজিওগ্রাফি করা হবে।
আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025