হিন্দুস্থান পেট্রোলিয়ামে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ ! সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : দেশের মধ্যে এমন অনেক চাকরিপ্রার্থী রয়েছে যারা কোনো কর্ম ক্ষেত্রে কাজ করার আগে সেই কাজের পূর্ব অভিজ্ঞতা নিতে চান। তার জন্য মূলত অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করায় সবথেকে জনপ্রিয়। আমরা আজকে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই নিয়ে চলে এসেছি ভারত সরকারের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনে থাকা হিন্দুস্তান পেট্রোলিয়াম তথা HP এর একটি নতুন দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি।

যেখানে চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশন পাশে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে। এখানে আবেদন করতে পারবে আবার পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে যেকোন যোগ্য চাকরিপ্রার্থীরা। আপনারা এই প্রতিবেদনে হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুসারী কি কি পদে নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ? মাসিক বেতন কত দেওয়া হবে ? মোট কতগুলি শূন্যপদ রয়েছে ? কিভাবে এখানে আবেদন জানাতে হবে ? আবেদনকারী প্রার্থীদের নিযুক্ত কিভাবে করা হবে ? ইত্যাদি সমস্ত বিষয় অতি সহজ-সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে । এটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের যথোপযুক্ত সাহায্য করবে।

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

পোস্ট তারিখ 30.12.2024
নিয়োগকারী সংস্থা Hindustan Petroleum
পদের নাম অ্যাপেন্টিস
নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ 13.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে Hindustan Petroleum তথা HP এর তরফ থেকে।

পদের নাম (Post Name) :

হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট অ্যাপেন্টিস পদে বিভিন্ন রকম ট্রেডে। সেই সমস্ত ট্রেডগুলি হল –

  • Civil
  • Mechanical
  • Electrical
  • Chemical
  • Electrical and Electronic
  • Electronics and Telecommunication
  • Instrumentation
  • Computer Science and IT
  • Petroleum Engineering

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Education Qualification) :

উল্লেখিত সমস্ত ধরনের ট্রেডে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিশ আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উল্লেখিত ট্রেডে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন থাকতে হবে কমপক্ষে 60% নম্বরসহ।

মোট শূন্যপদ (Total Vacancy) :

হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে অসংখ্য শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে ওপরে উল্লেখিত সমস্ত ট্রেডে।

মাসিক বেতন (Monthly Salary) :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে গ্রাজুয়েট অ্যাপেন্টিস পদে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 30.12.2024 তারিখের হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে।

সম্পূর্ণ আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরি প্রার্থীদের হিন্দুস্তান পেট্রোলিয়ামের এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করতে হলে সরাসরি চলে যেতে হবে হিন্দুস্তান পেট্রোলিয়াম রিকুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাব যে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে চাকরিপ্রার্থীদের সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস সেখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন কি পেমেন্ট করে দিয়ে একবার আপনার আবেদনটিকে পুনর্বার চেক করে দিয়েছে এডমিট করে দিলে সেটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন করবেন তাদেরকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে অ্যাপ্রিন্টিস হিসেবে। কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 13.01.2025 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন