সকালের ট্রেডেই পকেট ভরাল এই স্টকগুলি, ধাক্কা দিল কারা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার বড়সড় পতনের পরে মঙ্গলবার সামান্য হলেও আশা জাগিয়ে শুরু করল ভারতীয় শেয়ার বাজার। খুবই সামান্য হলেও বাজার উঠেছে। এ দিন বাজার খুলতেই বেশ কিছু সংস্থার শেয়ারে উত্থান নজরে পড়েছে। তবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নজরে পড়েছে কল্যাণ জুয়েলার্সের শেয়ারে দর। মঙ্গলবার বাজার খোলার সময়েই এক লাফে ৪ শতাংশ বেশি ছিল এই স্টক। ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ব্যবসার ফলাফলের রিপোর্ট প্রকাশ করেছে কল্যাণ জুয়েলার্স। তারপরেই লাফিয়ে বেড়েছে সংস্থার স্টকের দর। BSE-তে বাজার খোলার সময়েই ৪.৮৪ শতাংশ বেড়ে দাম পৌঁছে গিয়েছিল ৭৮১ টাকায়। তারপরেই হঠাৎ পতন দেখা যায়। সকাল সওয়া নটার পর থেকেই ক্রমশ পড়তে থাকে স্টকের দর। সকাল ১০টা নাগাদ, কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দর ছিল ৭৩৬.৩৫ টাকা।

মঙ্গলবারের বাজারে সকালের দিকে নজর কেড়েছে বেশ কিছু বড় স্টক। এই তালিকায় রয়েছে আদানি পাওয়ার, আদানি এনার্জি সলিউশনস, ওএনজিসি, জ়াইডাসের মতো সংস্থা। এ দিন সকাল ১০টা পর্যন্ত লাভ দিয়েছে কোন কোন স্টক?

আরও পড়ুন:– ‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

 

ONGC: প্রায় সাড়ে ৩ শতাংশ দাম বেড়েছে, এখন দাম ২৬৩.১০ টাকা

Zydus Lifesciences: ২.১৫ শতাংশ বেড়ে স্টকের দাম ৯৮১.৬৫ টাকা

Adani Power: ২.৩২ শতাংশ বেড়ে, এখন স্টকের দাম ৫১০.১০ টাকা

Titan: ১.৯৩ শতাংশ বেড়ে এখন দাম ৩৫৩৮.৫৫ টাকা

Adany Energy Solutions: ১.৬৯ শতাংশ বেড়ে এখন দাম ৭৮১ টাকা

Adani Green Energy: ১.৩৪ শতাংশ বেড়ে এখন দাম ৯৯৫.৫০ টাকা

Tata Consumer Products: ১.৪৯ শতাংশ বেড়ে এখন স্টকের দাম ৯৬১ টাকা

সকালেই ধাক্কা খেয়েছে বেশ কিছু সংস্থার স্টকও। এক ধাক্কায় প্রায় পাঁচ শতাংশ পড়েছে জ়োম্যাটো। ধাক্কা খেয়েছে TCS, LICI-এর মতো বড় সংস্থার স্টক। একাধিক আর্থিক ও ব্যাঙ্কিং স্টকেও নিম্নগামী সকাল থেকেই।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন