বিয়ের ৩৩ বছর পর গৌরীকে ধর্মান্তরিত করালেন শাহরুখ? ভাইরাল ছবি কি আদৌও সত্যি? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  তাঁদের বিয়ের বয়স প্রায় ৩৩। বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাহরুখ-গৌরীর প্রেম থেকে বিয়ে-সংসার- বারবারই নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি, তাঁদের মক্কায় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ছবি দেখে অনেকেই মনে করছেন বিয়ের এতগুলো বছর পর শাহরুখ গৌরীকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। সত্যিই কি তাই?

শাহরুখ-গৌরীর ব্যক্তিগত জীবন কখনওই তাঁদের ধর্মীয় পার্থক্যের জন্য প্রভাবিত হয়নি। বরং, তাঁদের সম্পর্কের সমীকরণ একে অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনই বারবার তুলে ধরেছে। শাহরুখ এবং গৌরী ২৫ অক্টোবর, ১৯৯১ সালে একেবারে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের বলতে শোনা গিয়েছে, তাঁদের পরিবারে দুই ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়। এমনকী, তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রামের ক্ষেত্রেও কোনও বাধানিষেধ নেই।

আরও পড়ুন:– ‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

সম্প্রতি, বেশ কয়েকটি ছবি ভাইরাল হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে কি যা শোনা যায় তা সত্যি নয়? শাহরুখ খান হয়তো গৌরীকে ইসলামে ধর্মান্তরিত করেছেন। সেই কারণেই মুসলিমদের পবিত্রতম স্থান মক্কায় নিয়ে গিয়েছিলেন ধর্মান্তরিত করাতে। ছবিগুলিতে শাহরুখ এবং গৌরীকে মক্কার পবিত্র কাবার সামনে পোজ় দিতেও দেখা গিয়েছে। সঙ্গে আবার দেখা গিয়েছে পুত্র আরিয়ানকেও।

তবে, ছবিগুলি ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর জানা গিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলো আসল নয়। এগুলো AI-জেনারেটেড। বিতর্ক তৈরির জন্যই কি তবে তৈরি করা হয়েছিল এই ছবি? যদিও এটাই প্রথম নয়, সেলিব্রিটিদের বহু ছবি এ ভাবে তৈরি করা হয়। দীপিকা পাডুকোন থেকে টেলর সুইফট, অসংখ্য তারকা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যেখানে এমন ভুয়ো ছবি দিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন