কানের পাশেই কেন ভোঁ ভোঁ করে মশা ? উত্তর দিতে পারবেন না ৯৯%

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

mosquito

Bangla News Dunia, Pallab : মশা (Mosquito) এমন একটা প্রাণী যে সব জায়গাতেই বিরাজমান। মশার উপদ্রব স্থান, কাল, পাত্র, নির্বিশেষে সব খানেই পাওয়া যায়। কানের কাছে মশার ভোঁ ভোঁ আওয়াজ খুবই বিরক্তিকর। কিন্তু অনেকেই হয়তো জানেননা মশা বেশিরভাগ ক্ষেত্রেই কানের কাছে এসে ভোঁ ভোঁ করে আওয়াজ কেনো করে। আসুন জেনে নিই মশা মানুষের কানের কাছেই কেনো এতো ভোঁ ভোঁ শব্দ করে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

কেন কানের কাছে ভোঁ ভোঁ শব্দ করে মশা?

বিশেষজ্ঞরা মনে করেন, মশা‌ যতই কানের কাছে এসে ভোঁ ভোঁ শব্দ করুক না কেনো মশার কানের প্রতি আলাদা কোনো আকর্ষণ নেই। বেশি কার্বনডাই অক্সাইড অনুভব করার কারণে মশা কানের কাছে উড়তে উড়তে চলে আসে।

মশা কানের কাছে এসে যে ভোঁ ভোঁ শব্দ করে, অনেকের মতেই তার হলো মশার মুখের আওয়াজ। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে মশার এই ভোঁ ভোঁ শব্দটা সম্পূর্ণ ডানা ঝাপটানোর আওয়াজ। মশারা মূলত ৩ সেকেন্ডে ৯০ হাজার বার ডানা ঝাপটাতে পারে। আর এই একটানা ডানা ঝাপটানোর আওয়াজ কেই আমরা অনেকেই ভেবে থাকি মশার মুখের আওয়াজ।

শুধুমাত্র স্ত্রী মশার আওয়াজ পাই আমরা

সাধারণত স্ত্রী মশার ডানা ঝাপটানোর আওয়াজই আমরা শুনতে পারি। কারণ পুরুষ মশার জীবনধারা আর স্ত্রী মশার জীবনধারা সম্পূর্ণ আলাদা এবং জীবনধারায় বড়ো ধরণের পার্থক্যও আছে।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন