Bangla News Dunia, Pallab : ভারত সরকারের নতুন উদ্যোগ, এবার কোন রকমের কাগজপত্র ছাড়াই পার্সোনাল লোনে টাকা পাবেন। মোদী সরকারের অর্থ মন্ত্রোক এই Instant Personal Loan এর প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছে, যাতে আরও বহু মানুষ ঋণ পায় এবং নিজের প্রয়োজন মেটাতে পারে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। তাই আপনি অথবা আপনার পরিবারের টাকার প্রয়োজন থাকলে অযথা কাগজপত্র নিয়ে ব্যাঙ্কে দৌড়ো দৌড়ি করতে হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেই দ্রুত আপনার অ্যাকাউন্টে লোনের টাকা পেয়ে যাবেন।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
ভারত সরকারের এই উদ্যোগে নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবার গুলি যথেষ্ট উপকৃত হবে। কারণ দীর্ঘদিন যাবত বহু মানুষ অর্থনৈতিক চাহিদা এবং জরুরি প্রয়োজনে লোনের টাকার জন্য হয়রানি শিকার হতে হয়েছে। ভারত সরকারের নতুন এই উদ্যোগ সাধারণ মানুষের লোন পাওয়া আরো সহজ হলো।
কাগজপত্র ছাড়াই লোনের পদ্ধতি:
কাগজ ছাড়া লোন পেতে চাইলে আবেদন কারীদের ব্যাংক বা অর্থকরী সংস্থায় একটি শক্তিশালী কেওয়াইসি (KYC) প্রোফাইল থাকতে হবে। আপনাদের কেওয়াইসি প্রোফাইল সঙ্গে যেহেতু প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানা এবং আয়ের প্রমাণপত্র যুক্ত রয়েছে, তাই সেখান থেকেই আবেদনকারী বিস্তারিত তথ্য ব্যাংক কর্তৃপক্ষ পেয়ে যাবেন। এছাড়াও আবেদনকারী ব্যক্তিদের পূর্ববর্তী লোনের ইতিহাস কেওয়াইসি প্রোফাইল অন্তর্ভুক্ত থাকবে। তাই আবেদনকারী ব্যক্তিদের পূর্বের লোন সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি কেওয়াইসি প্রোফাইলের মাধ্যমে জানতে পারবেন। তাই আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সমস্ত তথ্য যাচাই করে আবেদনের মাত্র ৩০ মিনিট থেকে ৪ ঘণ্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
আবেদন পদ্ধতি:
কাগজপত্র ছাড়া পার্সোনাল লোন এর আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনের সাহায্য নিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সবশেষে সাবমিট করলেই কিছু সময়ের পর আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। ব্যাংক অথবা তৃতীয় কোনো পক্ষের অর্থকরী সংস্থার মাধ্যমে আবেদন করতে পারেন। যারা আপনার সম্পর্কে আগেই বিশদ জানে, তারা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025