Bangla News Dunia, Pallab : ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSETCL) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? কারা কারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
পদের নাম সমূহ :
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম গুলো হলো –
- স্পেশাল অফিসা পদ।
- • নিরাপত্তা অফিসার পদ।
- • সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদ।
- • নিরাপত্তা সুপারভাইজার পদ।
- • বিশেষ কর্মকর্তা (ভূমি)
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
মোট শূন্য পদের সংখ্যা:WBSETCL
নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি। এর মধ্যে স্পেশাল অফিসার পদে ০৭ টি, নিরাপত্তা অফিসার পদে ০২ টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে ০১ টি, নিরাপত্তা সুপারভাইজার পদে ০১টি এবং বিশেষ কর্মকর্তা (ভূমি) পদে ০৪ টি।
বয়স সীমা:WBSETCL
রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, আবেদনের ন্যূনতম বয়সসীমা রয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছর।
মাসিক বেতন:WBSETCL Recruitment
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন রয়েছে। যোগ্যা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
- স্পেশাল অফিসার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ৪০,০০০-৫০,০০০ টাকা।
- নিরাপত্তা অফিসার পদে চাকরি প্রার্থীর বেতন ৫০,০০০ টাকা।
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বেতন ৩৩,০০০ টাকা।
- নিরাপত্তা সুপারভাইজার পদে আবেদন কারীর মাসিক বেতন ২৯,০০০ টাকা।
- বিশেষ কর্মকর্তা (ভূমি) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ৪৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা থাকলে আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন।
- স্পেশাল অফিসার (এসএন্ডএলপি) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার SDPO/ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
- নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকার সহকারী পদে কর্মকর্তা হতে হবে।
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারী মো. সাব-ইন্সপেক্টর পদে কর্মকর্তা হতে হবে।
- নিরাপত্তা সুপারভাইজার পদে আবেদন কারী অবসরপ্রাপ্ত সরকার সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
- বিশেষ কর্মকর্তা (ভূমি) পদে আবেদনকারীকে সরকারের ভূমি বিভাগ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা Dy-এর মতো ভূমিকায় কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। যোগ্যতা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ আগামী ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ দিন সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছাতে হবে।
ইন্টারভিউ ঠিকানা:
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউ দিন পৌঁছাতে হবে। ইন্টারভিউ ঠিকানা হল-
Seminar Hall-I, Vidyut Bhavan, 7th Floor, Block-‘D’, Sector-II, Bidhannagar, Kolkata-700091
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025