HMPV ভাইরাসের থাবা ভারতে ! ভাইরাসের লক্ষণ কি ? প্রতিকারের উপায় কি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেখা মিলল ভারতে এবার HMPV ভাইরাসের। এই HMPV অর্থাৎ Human Metapo Pneumo Virus হল এমন একটি ভাইরাস যেটা মূলত মানুষের শরীরে ভাষা ভেদে এক ভয়ঙ্কর শ্বাসকষ্টের সৃষ্টি করে। আর এই ভয়ংকর ভাইরাসের খোজ পাওয়া গেছে কর্নাটকে। যার ফলে ভারতীয়দের কাছে এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন।

HMPV ভাইরাস নিয়ে সতর্ক রয়েছেন রাজ্যে স্বাস্থ্য মন্ত্রক

কেননা এর আগে প্রতিবেশীদের চীনে এই ভাইরাসের কেস ধরা পড়েছিল । এখন সেই ভাইরাস চীনে এমন এক ভয়াবহ আকার ধারণ করেছে যে হাসপাতালে রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে সারাক্ষণ। আর এই ভয়ংকর ভাইরাসের খোঁজ কর্নাটকে পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ সতর্ক হয়ে গেছে স্বভাবতই। এছাড়াও স্বাস্থ্য বিভাগ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ডাক্তারদের এই HMPV ভাইরাসের লক্ষণ গুলি নিয়ে সতর্ক থাকতে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

তবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে – এই নিয়ে আমাদের রাজ্যবাসির এখন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ? কেননা শুধুমাত্র দেশে 2টি কেস ধরা পড়েছে এই ভাইরাসের। আপনারা কিভাবে এই ভাইরাস থেকে সতর্ক থাকবেন ? কি কি পদ্ধতি অবলম্বন করে সতর্কতা বজায় রাখা যায় ? এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ কি কি ? ইত্যাদি সমস্ত বিষয় আপনারা এই প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং, অবশ্যই প্রতিবেদনটা সম্পূর্ণটা পড়বেন কেননা এটা আপনার এবং আপনার পরিবারের জন্য এক অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে। চলুন তাহলে দেখে নিন সমস্ত বিষয়টা –

HMPV ভাইরাসের লক্ষণ কি ?

এই HMPV ভাইরাস মূলত হাঁচি, কাশি এবং আগে থেকে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে থাকার ফলে ছড়াচ্ছে। যেটি মূলত সব থেকে বেশি সংক্রমিত হচ্ছে শিশু এবং বয়স্কদের মধ্যে। যার ফলে বলা যায় – সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা ইত্যাদি হলো এই HMPV ভাইরাসের লক্ষণ।

আবারো দেখা গেছে যে এই HMPV ভাইরাসের লক্ষণে নিউমোনিয়ার মত গুরুতরত সমস্যা তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যা পরবর্তীকালে হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগকে আরো গভীরভাবে ক্ষতবিক্ষত করে তুলবে। এখন বর্তমানে এই নতুন ভাইরাসের কোনো টিকা আপাতত ভারতবর্ষে নেই, সুতরাং এই ভাইরাস থেকে মুক্ত থাকতে যথোপযুক্ত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সতর্ক থাকুন।

HMPV ভাইরাস থেকে কিভাবে সতর্ক থাকবেন ?

এই HMPV ভাইরাস কিন্তু নতুন কোন ভাইরাস নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে শীত এবং বসন্তকালে এই ভাইরাসের আগমন ঘটত এবং এখন ভারতে এই ভাইরাস টার উপর করা নজর রাখছে স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য কর্মকর্তারা বরাবরই মানুষকে বারবার বলে আসছে এই ভাইরাস থেকে সতর্কতা থাকার জন্য যে বারবার হাত ধোয়ার এবং সংক্রামিত কোন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ না করার।

আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন