Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্মার্টফোন প্রস্তুতাকারী সংস্থা মটোরোলা চলতি বছরের শুরুতেই প্রথম স্মার্টফোন Moto G05 লঞ্চ করেছে ৷ জি-সিরিজ কোম্পানির অন্যতম সফল সিরিজ । এটি শুধুমাত্র পকেট ফ্রেন্ডলি নয়, এটি সিরিজের স্মার্টফোন Moto G05-তে রয়েছে প্রমিয়াম এডিশনের স্মার্টফনের ফিচার ৷
Moto G05-এ ডিসপ্লে বেশ বড় ৷ প্রিমিয়াম ফোনের মতো 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে । এছাড়াও ক্যামেরা থেকে অন্যান্য একাধিক ফিচার রয়েছে যেগুলি প্রিমিয়াম সিরিজের স্মার্টফোনে থাকে ৷
Moto G05-এর স্পেসিফিকেশন এবং ফিচার:
এটির স্পেসিফিকেশন অনেকটাই আলাদা অন্যান্য ডিভাইসের থেকে ৷ এতে 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যেটির সর্বোচ্চ 1000-nits পিক ব্রাইটনেস এবং 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে । স্ক্রিনে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে । রিফ্রেশ রেটের সঙ্গে ভারসাম্য বজায় রেখে ব্যাটারি লাইফ অপ্টিমাইজ করবে ।
Moto G05-তে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার ৷ 7x বাস বুস্ট এবং ডলবি অ্যাটমস চালিত হাই-রেস অডিয়ো-র সুবিধা রয়েছে । উপরন্তু, ডিসপ্লেতে রয়েছে ওয়াটার টাচ প্রযুক্তি ৷ ফলে অল্প ভেজা হাতেও এটি কাজ করে ৷ স্মার্টফোনটি ফরেস্ট গ্রিন এবং প্লাম রেড এই দুই ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে । এটি শুধুমাত্র টেকসই নয়, অতিরিক্ত সুরক্ষার জন্য একটি IP52 রেটিং আছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে Moto G05 তার সেগমেন্টের একমাত্র স্মার্টফোন ৷ যেটি Android 15 সমর্থন করে ।
Moto G05-এর ক্যামেরা
স্মার্টফোনটিতে একটি 50MP ক্যামেরা সিস্টেম রয়েছে ৷ অত্যাধুনিক কোয়াড পিক্সেল ফিচার এবং নাইট ভিশন মোড রয়েছে । এছাড়াও, 8 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ ক্যামেরা ফিচারে ফেস রিটা ফিচারে যোগ হয়েছে ফেসরিটাচের সুবিধা ৷
Moto G05-এ রয়েছে পোর্ট্রেট ফটোগ্রাফি, টাইম ল্যাপস, লাইভ ফিল্টার, প্যানোরামা এবং লেভেলারের মতো বিভিন্ন ক্যামেরা মোডও রয়েছে । গুগল ফটো এডিটর, ম্যাজিক আনব্লার, ম্যাজিক ইরেজার এবং ম্যাজিক এডিটরের মতো টুল ব্যবহারের সুবিধা রয়েছে এই সিরিজের স্মার্টফোন ৷
Moto G05 প্রসেসর, RAM এবং স্টোরেজ
MediaTek Helio G81 Extreme প্রসেসর দেওয়া হয়ছে এই স্মার্টফোনে ৷ 4GB LPDDR4x RAM এবং 64GB UFS2.2 স্টোরেজ রয়েছে, 12GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে ব়্যাম ৷ যা মাল্টিটাস্কিং আরও সহজ হবে এই স্মার্টফোনে ৷ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷ এতে রয়েছে ট্রিপল কার্ড স্লট রয়েছে ।
Moto G05-এর ব্যাটারি
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই স্মার্টফোনে 5200mAh ব্যাটারি ইনস্টল করা হয়েছে, যা নিশ্চিত করে যে Moto G05 একবার চার্জে দুই দিন চলবে ৷ এর ব্যাটারি 18W চার্জার দিয়ে চার্জ করা যাবে।
Moto G05 এর দাম এবং উপলব্ধতা
স্মার্টফোনটি ভারতে 6,999 টাকা সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ইন-বিল্ট 4GB RAM এবং 64GB স্টোরেজে পাওয়া যাচ্ছে ৷ 13 জানুয়ারি, 2025 দুপুর 12 টায় শুরু হবে এটির । এই ফোনটি Flipkart, Motorola.in এবং অফলাইনে পাওয়া যাবে ৷
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025