Bangla News Dunia, দীনেশ : ইন্টারপোলের ধাঁচে এবার ভারতপোল তৈরি করল মোদি সরকার। তবে ইন্টারপোলের মতো ভারতপোল কোনও সংস্থা নয়। বরং এই পোর্টাল ভারতের পুলিশ এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধের তদন্ত এবং তথ্য আদানপ্রদানে সহায়তা করবে। এটি ইন্টারপোলের সঙ্গে আরও নিবিড় সমন্বয় স্থাপন করার মাধ্যমে ভারতের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করবে। মঙ্গলবার সিবিআই-এর উদ্যোগে তৈরি নতুন পোর্টালটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি বলেন, ‘ভারতপোল আমাদের দেশের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে। সিবিআই একমাত্র এজেন্সি যা ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য এতদিন চিহ্নিত ছিল, কিন্তু ভারতপোল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্যের পুলিশ সহজেই ইন্টারপোলের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।’
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
এই নতুন পোর্টালটি চালুর ফলে রাজ্য পুলিশ যে কোনও অপরাধী বা পলাতক ব্যক্তির বিষয়ে গোয়েন্দা তথ্যের জন্য সরাসরি ইন্টারপোলের সহায়তা নিতে পারবে। একইসঙ্গে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিও কোনও অপরাধী সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য ‘ভারতপোল’-এর মাধ্যমে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে। সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ, সংগঠিত অপরাধ, মানব পাচার এবং আন্তর্জাতিক অপরাধের তদন্তে ‘ভারতপোল’ পোর্টাল’ বড় ভূমিকা পালন করবে বলেই ধারণা কেন্দ্রীয় সরকারের। পোর্টালটি সিবিআই-এর অধীনে কাজ করলেও রাজ্য পুলিশ যে কোনও অপরাধী বা পলাতক ব্যক্তির বিষয়ে গোয়েন্দা তথ্যের জন্য এই পোর্টালের মাধ্যমে সরাসরি ইন্টারপোলের সাহায্য নিতে পারবে।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
মূলত পাঁচটি বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করবে ভারতপোল পোর্টাল। সমন্বয় স্থাপন অর্থাৎ সিবিআই এই পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশকে একক প্ল্যাটফর্মে যুক্ত করবে। আন্তর্জাতিক সহায়তা, যার ফলে পোর্টালের মাধ্যমে ইন্টারপোলের ১৯৫ সদস্য দেশের সঙ্গে দ্রুত তথ্য আদানপ্রদান সম্ভব হবে। যার ফলে বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের শনাক্ত করা এবং আন্তর্জাতিক তদন্তের গতি ত্বরান্বিত করা সহজ হবে। তথ্য প্রচারের মাধ্যমে অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বা গোয়েন্দা প্রতিবেদন ১৯৫টি দেশের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে, যা ভারতের তদন্তকারী সংস্থাগুলির জন্য সহায়ক হবে। এবং সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ এর ফলে পোর্টালটি গুরুত্বপূর্ণ নথি সম্পর্কে সহজে অ্যাক্সেস দেবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025