Bangla News Dunia, দীনেশ : মঙ্গলবারই শেখ হাসিনার (Sheikh Hasina) পাসপোর্ট বাতিল (Passport) করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh Interim Government)। সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা না কাটতেই এবার হাসিনার ভিসার (Visa) মেয়াদ বাড়াল ভারত। গত বছরের অগাস্ট থেকেই ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তাঁকে প্রত্যার্পণের জন্য নয়াদিল্লির কাছে আর্জিও জানিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধিতে স্পষ্ট যে এখনই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেদেশে হাসিনা সরকারের পতনের পরই ক্ষমতায় আসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বাংলাদেশে ভয়াবহ অত্যাচারের শিকার সংখ্যালঘু হিন্দুরা। এমনকি হাসিনার আওয়ামি লিগের বহু নেতাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে ঢাকা। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এরপরই হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে বাংলাদেশ। হত্যাকাণ্ডের জেরে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। এসবের মাঝেই হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারতের উপর চাপ বাড়াতে তাঁর পাসপোর্টও বাতিল করা হয়।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
তবে সূত্রের খবর, শেখ হাসিনার যাতে ভারতে থাকতে কোনও অসুবিধা না হয় সেজন্যই তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তাছাড়া কোনও অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকারের কাছে রাজনৈতিক নেতার প্রত্যার্পণ চাইলে আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন। তবে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর ভারত অবশ্যই দেবে। কিন্তু তাতে তাড়াহুড়ো করতে চাইছে না ভারত। কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধির মাধ্যমে ইউনূস সরকারকে একপ্রকার বার্তাই দেওয়া হল ভারতের তরফে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025