খরচ প্রায় ৬ কোটি, ইলেক্ট্রনিক ফেরি ভেসেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দেশের প্রথম এনজি ইলেক্ট্রনিক ফেরি ভেসেলের (Electronic Ferry Vessel) পথ চলা শুরু হল। এদিন আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানা গিয়েছে, বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

মুখ্যমন্ত্রী জানান, পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন, তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আগামীতে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি বার্জ চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ (Belur Math) হয়ে দক্ষিণেশ্বর (Dakshineswar) পর্যন্ত যাবে এই ভেসেলটি। পরিবহণ দপ্তরের এক কর্তার কথায়, ইলেক্ট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন