স্ত্রী-মেয়ে-শ্যালিকাকে কুপিয়ে খুন করে রক্তাক্ত ছুরি নিয়ে থানায় হাজির যুবক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রক্তমাখা ছুরি নিয়ে থানায় ঢুকে পড়েছেন বেঙ্গালুরুর এক হোমগার্ড। এ দৃশ্য দেখে পুলিশ কর্মীরা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান। এর পর যে তথ্য উঠে আসে, তা আরও ভয়ঙ্কর! জানা যায়, স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে খুন করে এসেছে সে। গঙ্গারাজু নামে ৪০ বছরের ওই হোমগার্ডকে গ্রেপ্তার করা হয়েছে।

বেঙ্গালুরু আর্বান জেলার হেব্বাগড়ি পুলিশ স্টেশন। সেখানে হোমগার্ড হিসাবে কাজ করেন গঙ্গারাজু। বুধবার বিকাল তখন ৫টা ১৫। রক্তমাখা ছুরি হাতে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে সে। এর পরই সিনিয়র পুলিশ আধিকারিকদের একের পর এক প্রশ্নে সে জানায়, সে বাড়ি থেকে এসেছে। তিন জনকে খুন করেছে সে।

এর পরই গঙ্গারাজুর জালাহাল্লির বাড়িতে ছুটে যায় পুলিশের একটি টিম। দু’কামরার সেই বাড়িতে তিন তিনটে দেহ পড়ে। এই তিন জনের মধ্যে রয়েছেন গঙ্গারাজুর স্ত্রী ভাগ্য (৩৮), মেয়ে নব্যা (১৯) ও ভাগ্যর বোন হেমবতী (২৩)।

আরও পড়ুন:– নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন।

নব্যা প্রথম বর্ষের কলেজ ছাত্রী। হেমবতী ডিভোর্সি, দিদি-জামাইবাবুর সঙ্গেই থাকতেন তিনি। একটি প্রাইভেট ফার্মে চাকরিও করতেন। গঙ্গারাজু নেলামঙ্গলার বাসিন্দা। গত ৬ বছর ধরে জালাহাল্লিতে ভাড়া থাকেন।

পুলিশের কাছে কৃতকর্মের কথা স্বীকার করে গঙ্গারাজু জানান, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। সব সময় এ নিয়ে সংসারে অশান্তিও লেগে থাকত। এই বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি বাধে। সে ছুরি নিয়ে চড়াও হয় স্ত্রীর উপর। সেই সময় মেয়ে ও শ্যালিকা তাকে আটকানোর চেষ্টা করে। তাতেই রেগে দিয়ে তাঁদেরও কোপ মারে গঙ্গারাজু।

মৃত্যু নিশ্চিত করার পর আত্মসমর্পণ করতেই গঙ্গারাজু থানায় গিয়েছিল বলে জানায় জেরায়। অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ (ওয়েস্ট) বিকাশ কুমার জানান, তিন জনই ধৃতের আত্মীয়। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা।

আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান

আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন