Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বল্প বুদ্ধির কোনও মহিলার কি মা হওয়ার অধিকার নেই? ‘ইনটেলেক্ট ডেফিসিট’ (স্বল্প বুদ্ধি থাকা) যদি বর্ডার লাইনে থাকে, তা হলে ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা কোনও মহিলার কি মাতৃত্বের অধিকার থাকা উচিত নয়? এই মর্মে প্রশ্ন তুলে দিল বম্বে হাইকোর্ট, যাকে কেন্দ্র করে এ বার তৈরি হলো নতুন বিতর্ক।
কোন মামলার প্রেক্ষিতে এমন প্রশ্ন?
সাতাশ বছরের এক তরুণী ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাঁর বাবা মেয়ের গর্ভপাত করানোর অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন। কেন তিনি মেয়ের গর্ভপাত করাতে চাইছেন, তার যুক্তি দিতে গিয়ে বাবা হাইকোর্টে জানান, তরুণী স্বল্প বুদ্ধির এবং অবিবাহিত। কিন্তু অন্তঃসত্ত্বা তরুণী গর্ভপাত করাতে বেঁকে বসেন। তিনি বলেন, তিনি সন্তানের জন্ম দিতে চান।
বাবার আবেদন জেনে বিচারপতি আরভি ঘুগে এবং বিচারপতি রাজেশ পাটিলের ডিভিশন বেঞ্চ মেডিক্যাল বোর্ড গঠন করে ও ই তরুণীকে পরীক্ষার নির্দেশ দেয়। মুম্বইয়ের জে জে হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা আদালতে রিপোর্ট দিয়ে জানান, মেয়েটির বুদ্ধিমত্তা ‘বর্ডার লাইন ডেফিসিয়েন্সি’-তে রয়েছে। তবে সেই ডেফিসিয়েন্সি এমন নয় যে, তরুণীকে ‘বোধবুদ্ধিহীন’ বলতে হবে। রিপোর্টে উল্লেখ করা হয়, তাঁর আইকিউ লেভেল ৭৫। বড় ধরনের কোনও গোলমাল নেই। এ-ও জানানো হয়, তরুণীর প্রসবে কোনও বাধা নেই।
আরও পড়ুন:– নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন।
সেই রিপোর্ট দেখে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে, ‘কেউ সুপার ইনটেলিজেন্ট নয়। আমরা মানুষ। আমাদের সকলের বুদ্ধিমত্তার তারতম্য রয়েছে।’ একই সঙ্গে বিচারপতিরা মন্তব্য করেন, ‘আমরা যদি বলি, কারও বুদ্ধি গড়পড়তার চেয়ে কম বলে তিনি বাবা অথবা মা হওয়ার অধিকার হারাবেন, তাহলে তা আইন-বিরুদ্ধ হবে।’
আদালতে সওয়াল-জবাব পর্বে সরকারি আইনজীবী প্রাচী তাতাকে গভর্পাত সংক্রান্ত সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করেন। তিনি বলেন, শীর্য আদালত জানিয়েছে, গর্ভপাতের ব্যাপারে সবার আগে অন্তঃসত্ত্বার অনুমতি নেওয়া দরকার। তবে কোনও অন্তঃসত্ত্বা স্বল্প বুদ্ধির হলে ২০ সপ্তাহের পরেও তাঁর গর্ভপাত করানো যেতে পারে।
বিচারপতিরা অন্তঃসত্ত্বার বাবা-মাকে নির্দেশ দিয়েছেন, যে যুবকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক রয়েছে তাঁকে খুঁজে বার করতে। যুবক ও তরুণী দু’জনেই সাবালক। তাঁরা কোনও অপরাধ করেননি। যদি তাঁরা বিয়ে করতে রাজি থাকেন, তাহলে দুই পরিবারকে তার ব্যবস্থাও করতে বলেছে আদালত।
আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান
আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025