Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জমি-বাড়ির বিজ্ঞাপন হোক, অথবা নিছক রাস্তার ধারের চায়ের দোকান, নামী ব্র্যান্ডের জামা-কাপড় হোক বা মোবাইল, অথবা কোনও সংস্থার নতুন পলিসি সম্পর্কে জানার উপায়- সব কিছুতেই এখন একটা জিনিস আমাদের জীবনে কমন হয়ে গিয়েছে। সেটা হলো কিউআর কোড। করোনা অতিমারি পর্ব থেকেই জীবনের প্রতি পদে জড়িয়েছে কিউআর কোড। কিন্তু যেখানে সেখানে কিউআর দেখে আমরা অনেকেই খেয়াল না করে স্ক্যান করে ফেলছি। আর সেটা করতে গিয়ে অনেক সময়েই প্রতারণার ফাঁদে পা দিচ্ছি। কোনও একটা কিউআর কোড ভালো করে না জেনে বুঝে স্ক্যান করলেন, আর হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল… এমন ঘটনা আখছার ঘটছে। কিউআর কোড স্ক্যানিং এর আগে তাই সতর্ক থাকতেই হবে। জেনে নিন কী করবেন, কী করবেন না।
* কোনও বিশেষ কোম্পানির নাম করে যদি কোনও বিজ্ঞাপন দিয়ে আরও বিস্তারিত জানার জন্য কিউআর কোড স্ক্যান করার কথা বলা হয়, তাহলে ভালো করে দেখে নিন, বিজ্ঞাপনটি আসল কি না।
* নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার নম্বরে গিয়ে খোঁজ নিন এটা আসল কি না।
* কিউআর কোড স্ক্যান করার সময়ে দেখুন যে ইউআরএলে প্রবেশ করছেন সেটি https:// দিয়ে শুরু হচ্ছে কি না। তা নাহলে সেটি সুরক্ষিত না হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন:– নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন।
* অচেনা কারও সঙ্গে, যাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন না, এমন কারো সঙ্গে কিউআর কোড স্ক্যান করে টাকা লেনদেনের দরকার হলে উল্টোদিকের ব্যক্তিকে বলুন কিউআর কোড স্ক্যান এর পরিবর্তে আপনি নেট ব্যাঙ্কিং বা নির্দিষ্ট ফোন নম্বরে ওয়ালেট ট্রান্সফার করতে চান।
* অনেক সময়ে আপনি কারো কাছে থেকে পাওনা টাকা চাইলে তিনিও আপনাকে কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করতে বলতে পারেন। তাঁর ক্ষেত্রেও সরাসরি নেটব্যাঙ্কিং বা আপনার ফোন নম্বরে ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার নেওয়া ভালো।
* অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, আপনি পাওনা টাকা হাতে পাওয়ার জন্য হয়তো কোনও কিউআর কোড স্ক্যান করলেন। তাতে আপনি তো টাকা পেলেনই না, উল্টে আপনার একাউন্ট থেকে টাকা কাটা শুরু হলো। এমন ক্ষেত্রে যদি অল্প টাকাও কাটা যায় সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক ও পুলিশকে বিষয়টি জানান।
* সরাসরি টাকা না হাতিয়ে অনেক সময়ে কিউআর কোড এর আড়ালে আপনার স্মার্টফোন বা গ্যাজেটে ম্যালওয়ার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই যে কোনও জায়গায় যে কোনও কিউআর কোড স্ক্যান করবেন না।
* আপনার মোবাইলের স্ক্যানার এবং ওএস সব সময়ে আপডেট রাখবেন। আপডেশনের সঙ্গে সঙ্গে সিকিউরিটি ফিচারও আপডেটেড হয়।
* আপনার মোবাইল বা গ্যাজেটে ব্যাঙ্কিং বা অনলাইন ট্রানজকশন অ্যাপ থাকলে সেগুলিতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। তাতে কিউআর কোড স্ক্যান করতে গিয়ে কোনও কারণে মোবাইল হ্যাক হলেও চট করে একাউন্টে থাবা বসাতে পারবে না প্রতারকরা।
* ইউপিআই-এর কিউআর কোড এখন বহুল ব্যবহৃত হচ্ছে। এতে সিকিউরিটি তুলনায় অনেক বেশি থাকে। কিন্তু এর আড়ালেও প্রতারণার ফাঁদ থাকতে পারে। তাই কোনও বিশ্বস্ত দোকানে পেমেন্টের জন্য কিউআর কোড স্ক্য়ান করলেও অচেনা কোনও লোকের থেকে তা না করাই বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান
আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025