স্টক মার্কেটে ধস, তবুও কেন হুহু করে বাড়ল এই দুই সংস্থার শেয়ার দর ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের শেয়ার বাজারে পতন অব্যাহত থাকল বৃহস্পতিবার। স্টক মার্কেটের সূচক সেনসেক্স ও নিফটির পয়েন্ট কমলেও দেশের দুই কেমিক্যাল কোম্পানির শেয়ারের দাম কিন্তু হুহু করে বেড়েছে। এসআরএফ লিমিটেড এবং নবীন ফ্লুওরিনের শেয়ার দর বৃহস্পতিবার বেড়েছিল প্রায় ১৪ শতাংশ। কিন্তু কী এমন ঘটল, যার জেরে এই দুই সংস্থায় লগ্নিকারীদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেল।

৯ জানুয়ারি এসআরএফ লিমিটেডের স্টকের ট্রেডিং শুরু হয়েছিল ২ হাজার ৪৭৮ টাকায়। যা বুধবারের ক্লোজ়িংয়ের থেকে ১ শতাংশ বেশি। বৃহস্পতিবার এই সংস্থার স্টক প্রাইস ১৪ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ২ হাজার ৬৭৯ টাকায়। যদিও বাজার বন্ধের সময়ে এসআরএফ লিমিটেডের শেয়ার দর হয়েছে ২ হাজার ৬৬৪ টাকা।

নবীন ফ্লুওরিন ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ার দর বৃহস্পতিবার বাজার খোলার সময় ছিল ৩ হাজার ৫৭৯ টাকা। বুধবার বাজার বন্ধের এই দাম ছিল ৩ হাজার ৪৮৯ টাকা। অর্থাৎ আগের দিনের থেকে ৯০ টাকা বেশি দামে ট্রেডিং শুরু হয়েছে। এই শেয়ারও প্রায় ১৪ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৩ হাজার ৯৭৪ টাকায়। যদিও পরে তা কিছুটা কমেছে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে এই শেয়ারের ৯.৪৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৮২২ টাকা।

আরও পড়ুন:– নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন।

এই দুই সংস্থা বেশ কয়েকটি রাসায়নিক তৈরি করে। যার মধ্যে অন্যতম হলো R32 এবং R125। এই দুই রাসায়নিক রেফ্রিজ়র‌্যান্ট হিসাবে ব্যবহৃত হয়। এর পাশাপাশি অন্য হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিংয়েও ব্যবহৃত হয় এই দুই রাসায়নিক। তাই বিশ্বজুড়েই এই দুই কেমিক্যালের চাহিদা রয়েছে। কিন্তু সম্প্রতি মার্কিন ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, এই দুই রাসায়নিকের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর জেরে দামও বাড়ছে। বিশ্বে বাজারে R32 এবং R125 সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই দুই সংস্থা। নবীন ফ্লুওরিন ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে R32 উৎপাদন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতির জন্যই হঠাৎ করে গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে এই দুই রাসায়নিক প্রস্তুতকারক সংস্থার। যার জেরেই এদের শেয়ার দর এক লাফে এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫২৮ পয়েন্ট কমে হয়েছে ৭৭ হাজার ৬২০। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ১৬২ পয়েন্ট কমে হয়েছে ২৩ হাজার ৫২৬ টাকা।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান

আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন