Bangla News Dunia, Pallab : চলতি বছর আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হতে চলেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে কলকাতায় একের পর সংস্থা কারখানা নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েই চলেছে। যার মধ্যে অন্যতম হল আইটিসি ইনফোটেক। জানা গিয়েছে বাংলায় প্রথম ‘গ্লোবাল AI হাব’ তৈরি করতে চলেছে আইটিসি ইনফোটেক।
আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?
এক বিশেষ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে রাজারহাটে ITC গ্রিন সেন্টার ক্যাম্পাসে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেই গ্লোবাল হাব গড়ে তোলা হবে। আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসে ইতিমধ্যে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে আরও ৬০০ কোটি টাকা লগ্নি করা হবে। প্রাথমিক সূত্রে জন্য গিয়েছে এই গ্লোবাল হাব নির্মাণের জন্য ১৪ লাখ স্কোয়ার ফুট জায়গা নির্ধারণ করা হয়েছে। এবং ক্যাম্পাসে থাকবে ১৭টি তলা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে এই ব্যাপারে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে সেই ঘোষণা করা হতে পারে।
সুদক্ষ কর্মী পাওয়া যাবে কলকাতাতেই
এদিকে সম্প্রতি এক রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গ্লোবাল হাবকে কেন্দ্র করে আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছেন যে ‘গ্লোবাল AI হাব’ তৈরির জন্য কলকাতা এক দুর্দান্ত জায়গা। যেমন ভৌগোলিক অবস্থান থেকে একদম পারফেক্ট ঠিক তেমনই মেধার দিক থেকে এগিয়ে বাংলা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট বা ISI, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা IIM এর মতো প্রতিষ্ঠান থেকে খুব সহজেই দক্ষ কর্মী পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে সংস্থার তরফ থেকে নেওয়া কলকাতায় গ্লোবাল হাব নির্মাণের সিদ্ধান্ত একদম সঠিক বলেই মনে করছেন। এমনকি কর্মসংস্থান নিয়েও নানা মন্তব্য করেছেন চেয়ারম্যান সঞ্জীব পুরী।
বাড়বে কর্মসংস্থান
আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী আরও জানিয়েছেন যে প্রতি বছর আইটিসি ইনফোটেকের কর্মীর সংখ্যা ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বাড়ছে। আশা করা যাচ্ছে এই গ্লোবাল হাবের পড়ে আগামী তিন-চার বছরের মধ্যে আইটিসি ইনফোটেকের ২৫-৩০ শতাংশ কর্মীই কলকাতায় কর্মরত হবেন। এইমুহুর্তে কলকাতায় আইটিসি ইনফোটেকের প্রায় ১,০০০ জন কর্মী কাজ আছেন।
আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025