এক দেশ এক ভোট, ৫২ কেজির নীল ট্রলিতে সব তথ্য! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটা ৫২ কেজি ওজনের নীল ট্রলি ব্যাগ, আর তার ভিতরে থাকা ১৮,০০০ পাতার নথি! ইংরেজি নববর্ষে এক দেশ-এক ভোট সংক্রান্ত দু’টি বিলের পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির সদস্য সাংসদদের সকলকে মোদী সরকারের এমনই উপহার! সরকারি সূত্রের দাবি, এই নথি পড়লেই সাংসদরা বুঝতে পারবেন কেন ভারতে এক দেশ-এক ভোট নীতি প্রয়োগ করার প্রয়োজন রয়েছে।

৫২ কেজি ওজনের এই ট্রলি ব্যাগ বয়ে সংসদ ভবন থেকে বুধবার বেরোতে দেখা গিয়েছে শাসক-বিরোধী দুই শিবিরের বহু সাংসদকেই। তাঁদের মধ্যে বিরোধী শিবিরের সাংসদদের দাবি, যতই তাঁদের হাতে হাজার হাজার পাতার নথি তুলে দেওয়া হোক না কেন, তাঁরা মোদী সরকারের এই ‘অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী’ পদক্ষেপকে সমর্থন করবেন না।

বিরোধী শিবিরের এক বর্ষীয়ান সাংসদের তোপ, ‘হাজার হাজার পাতার নথি ছাপতে, ট্রলি ব্যাগ কিনতেও তো সরকারের মোটা টাকা খরচ হয়েছে। এই খরচ করার কোনও প্রয়োজন ছিল না। আমরা সরকারের এই নীতিকে সমর্থন করব না। যতই নথি পড়ার কথা বলা হোক না কেন।’

এর পাল্টা দিয়ে সরকারি সূত্রে জানানো হয়েছে, ১৮,০০০ পাতার নথির মধ্যে সবিস্তারে দু’টি বিলের ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ এর মধ্যে রয়েছে ২৩টি ভলিউম, ২১টি অনুচ্ছেদ। এর মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট যেমন আছে, তেমনি রয়েছে আইনজ্ঞদের ব্যাখ্যাও।

সূত্রের দাবি, এই নথির মধ্যে ল’কমিশনের দু’টি রিপোর্টও উল্লেখ করা হয়েছে সবিস্তারে৷ দেশের সর্বত্র ‘এক দেশ, এক ভোট’ নীতি প্রয়োগ করলে দেশ কী উন্নত পরিস্থিতির দিকে এগোবে এবং মোদী সরকারের এই পদক্ষেপ যে পুরোপুরি সাংবিধানিক পদ্ধতিতেই পরিচালিত হবে— এমনই দাবি জানানো হয়েছে ল-কমিশনের এই রিপোর্টে।

ঘটনা হলো, ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল দু’টি পর্যালোচনার জন্য যে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, বুধবার তার প্রথম বৈঠকেই যে ভাবে শাসক-বিরোধী দুই শিবিরের মতবিরোধ সামনে এসেছে, তার পরে বিল দু’টির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিল দু’টি পর্যালোচনার জন্য প্রাথমিক ভাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই সময়ের মধ্যে বিল দু’টি পর্যালোচনার কাজ শেষ করা কঠিন। তারপরেও প্রশ্ন থাকছে, বিল দুটির ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান

আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন