ভারতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক মোবাইল উৎপাদনকারী সংস্থা, কেন এই অবস্থা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mobile

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মোবাইল উৎপাদনে ভারতকে বিশ্বের অন্যতম প্রধান হাব করার লক্ষ্যে উৎপাদন নির্ভর অনুদান (পিএলআই) প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র। অথচ, হ্যান্ডসেটের চাহিদা কমে যাওয়ায় পিএলআই প্রকল্পের আওতায় গড়ে ওঠা মোবাইল ফোনের কারখানাগুলিতে উৎপাদন অর্ধেক হয়ে গিয়েছে। বিশেষ করে ফিচার ফোন ও এন্ট্রি–লেভেল স্মার্টফোনের চাহিদা একেবারে তলানিতে এসে ঠেকেছে।

রিসার্চ সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসেবে, ২০২৪ সালের শেষে ভারতে মোবাইল ফোন উৎপাদন ক্ষমতা পৌঁছেছে বছরে ৫০০ মিলিয়ন ইউনিটে। তবে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মতে, এটা ৪০০–৪২০ মিলিয়ন ইউনিট। যদিও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বছরে ২৫০ মিলিয়ন ইউনিট মোবাইল ফোন উৎপাদিত হচ্ছে। যার মধ্যে ২০০ মিলিয়ন ইউনিট ভারতের বাজারের চাহিদা মেটাচ্ছে এবং বাকিটা (মূলত আইফোন) বিদেশে রপ্তানি হচ্ছে।

আরও পড়ুন:– QR কোড ফেলতে পারে প্রতারণার খপ্পরে, সাবধান থাকতে কি করবেন? জেনে রাখুন

পিএলআই প্রকল্পে নাম লিখিয়ে ভারতে মোবাইল ফোন উৎপাদন করছে ডিক্সন টেকনোলজিস, স্যামসাং ইলেকট্রনিক্স, টাটা ইলেকট্রনিক্স ও ফক্সকন। তবে লাভা ইন্টারন্যাশনাল, কার্বন ও মাইক্রোম্যাক্স পিএলআই প্রকল্পের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হিমশিম খাচ্ছে। একাধিক সংস্থা মোবাইল ফোন ছেড়ে টেলিকম যন্ত্রাংশ বা ওয়্যারেবল উৎপাদন করছে। কেউ কেউ কারখানা বন্ধও করে দিয়েছে।

কেন এই অবস্থা?

এখন নয়, ২০২২ সাল থেকে মোবাইল ফোনের উৎপাদন কমছে। কোভিডের সময়ে হ্যান্ডসেটের চাহিদা থমকে ছিল। সে কারণে অতিমারী সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হতেই মোবাইল ফোন কিনতে বাজারে হুড়োহুড়ি দেখা দিয়েছিল। তবে ২০২২ থেকে ফিচার ফোন ও এন্ট্রি–লেভেল স্মার্টফোনের চাহিদা কমতে শুরু করে।

চাহিদা কমার কারণে চলতি অর্থবছরের অক্টোবর–ডিসেম্বর ত্রৈমাসিকে বাজারে ফিচার ফোনের সরবরাহ গত বছরের তুলনায় ১৪ শতাংশ কমে গিয়েছে। তার মধ্যে ফোর–জি ফিচার ফোনের সরবরাহ কমেছে ৪৬ শতাংশ। ২০২২ সালে ১০ শতাংশ সরবরাহ কমার পর ২০২৩–এ স্মার্টফোনের সরবরাহ মাত্র ১ শতাংশ বেড়েছিল। ২০২৪ সালে স্মার্টফোনের সরবরাহ মোটের উপর একই রয়েছে।

তবে বিশেষজ্ঞমহলের মতে, ২০২৫ সালে সারা বিশ্বে মোবাইল ফোনের চাহিদা বাড়বে। আর তার ফায়দা নিতে পারবে পিএলআই প্রকল্পে যোগ দেওয়া ফোন নির্মাতা সংস্থাগুলি।

উল্লেখ্য, পিএলআই প্রকল্প চালু হওয়ার পর ভারতের স্মার্টফোন উৎপাদন ক্ষমতা ৩৫ শতাংশ বেড়েছে। বিভিন্ন স্মার্টফোন নির্মাতা সংস্থা সব মিলিয়ে ৯,১০০ কোটি টাকা লগ্নি করেছে। সম্প্রতি ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রনের মতো চুক্তিভিত্তিক আইফোন নির্মাতা সংস্থাগুলি তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে।

আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?

আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন