Bangla News Dunia, Pallab : ফের একবার শিরোনামে উঠে এসেছে কানাডা (Canada)। সম্প্রতি সেদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সকলকে চমকে দিয়েছেন জাস্টিন ট্রুডো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কানাডার মসনদে কে বসছেন? সেক্ষেত্রে লাইনে রয়েছেন অনেকে। এমনকি দুজন তো আবার ভারতীয় বংশোদ্ভূত অবধি রয়েছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজকের এই আর্টিকেলে তেমনই একজনকে নিয়ে আলোচনা করা হবে। তালিকায় নাম রয়েছে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্য।
আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?
কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে চন্দ্র আর্য?
আসলে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির হিন্দু এমপি চন্দ্র আর্য। এক ভিডিও বার্তায় তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনে একটি দক্ষ সরকারের নেতৃত্ব দেবেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জাতিকে পুনর্গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি নিশ্চিত করতে একটি ছোট, আরও দক্ষ সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য আমি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যোগ দিচ্ছি।’ উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার তিন দিন পর আর্য এই ঘোষণা করেছেন।
কে এই চন্দ্র আর্য ?
চন্দ্র আর্য কর্ণাটকের টুমকুর জেলার দ্বারালু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং কর্ণাটক বিশ্ববিদ্যালয়, ধারওয়াদ থেকে এমবিএ করেছিলেন। ২০০৬ সালে কানাডায় পাড়ি জমানোর পর তিনি প্রথমে ইন্দো-কানাডিয়ান অটোয়া বিজনেস চেম্বারের সভাপতি এবং পরে ২০১৫ সালের কানাডিয়ান ফেডারেল নির্বাচনে নেপিয়ান রাইডিং থেকে এমপি হন। ২০১৯ ও ২০২১ সালেও তিনি পুনর্নির্বাচিত হন।
রাজনীতিতে চন্দ্র আর্যের সক্রিয়তা বিশেষত ভারতীয় সম্প্রদায় এবং কানাডিয়ান সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রয়েছে। তিনি ২০২২ সালে কানাডার হাউস অফ কমন্সে তার মাতৃভাষা কন্নড় ভাষায় বক্তব্য রেখেছিলেন এবং টরন্টোতে হিন্দু মন্দির ভাঙচুরের ক্ষেত্রেও সোচ্চার হয়েছিলেন। তিনি এই হামলার জন্য খালিস্তানি চরমপন্থীদের দায়ী করেন।
আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025