অষ্টম পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে প্রচুর Group D কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন জেলা শিশু সুরক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা শিশু সুরক্ষা দপ্তরের কাজকর্ম পরিচালনার জন্য একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় রয়েছেন তারাও আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। আবেদন বয়স সীমা রয়েছে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শুন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।

আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?

পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা:

জেলা শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।

  •  কাউন্সেলর পদ।
  • প্রবেশনকারী অফিসার / শিশু কল্যাণ অফিসার পদ।
  • স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট পদ।
  • প্যারামেডিক্যাল স্টাফ পদ।
  • হেল্পার পদ।
  •  নাইট ওয়াচম্যান পদ।
  • হাউস কিপার পদ।
  • রাঁধুনী পদ।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চাকরি প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩,১৭০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে। এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, এখানেও তা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিভিন্ন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে বিভিন্ন।

  • কাউন্সেলর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক সাইকোলজি পাবলিক হেলথ/কাউন্সেলিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অথবা কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে ও এর সঙ্গে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রবেশনকারী অফিসার / শিশু কল্যাণ অফিসার পদে আবেদনকারী স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কর্ম / সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানে BA বা LLB স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ও তার সাথে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের গ্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া কম্পিউটার অপারেশনের জ্ঞান এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্যারামেডিক্যাল স্টাফ পদে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং/ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • হেল্পার, রাঁধুনী, নাইট ওয়াচম্যান এবং হাউস কিপার পদে আবেদনকারী চাকরি প্রার্থীরা কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস করতে হবে। ‌ এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড হলে সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে সেটিকে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে। ‌ আবেদন পত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

প্যারামেডিক স্টল, হেলপার কাম নাইট ওয়াচম্যান, হাউস কিপার, রাঁধুনি পদগুলিতে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে এছাড়া বাকি সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন তারিখ:

জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে, এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।

আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন