‘বিজেপিকে নয় মোদিকে হারাতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট !’ তেজস্বীর মন্তব্য উসকে দিল ভাঙনের জল্পনা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে মোদি ব্রিগেডকে (PM Narendra Modi) ধরাশায়ী করতে গঠন করা হয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া (INDIA)।’ নির্বাচনের ফল প্রকাশের পর ‘ইন্ডিয়া’ জোট দেশজুড়ে ভালো ফল করলেও মসনদ থেকে সরাতে পারেনি নরেন্দ্র মোদিকে। এরপর দিন যত এগিয়েছে ততই বেড়েছে ‘ইন্ডিয়া’র শরিকদের মধ্যে দূরত্ব। যার ফলস্বরূপ একের পর এক নেতা প্রকশ্যে মুখ খুলেছেন। এবার সেই ‘বিদ্রোহীদের’ তালিকায় নাম জুড়ল বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। তিনি বললেন, ‘ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল শুধু লোকসভার জন্য।’

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

একেবারে প্রকাশ্যে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ক্ষোভের সুরে তিনি বলেন, ‘দিল্লিতে যে কংগ্রেস এবং আম আদমি পার্টি একে অপরের বিরুদ্ধে লড়ছে, এতে অস্বাভাবিক কিছু নেই। লোকসভা নির্বাচনে বিজেপিকে ও মোদিকে হারানোই ছিল সকলের মূল লক্ষ্য। ইন্ডিয়া জোট ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য তৈরি হয়েছিল। ফলে এখন আলাদা লড়াটা অস্বাভাবিক নয়।’

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

উল্লেখ্য, শুধু তেজস্বীই নয়, বৃহস্পতিবার একইভাবে জোট নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ওমর আবদুল্লাও। লোকসভার ফল প্রকশের পর থেকে জোট শরিকরা নাকি কোনোরকম আলোচনা করেন নি এ কথাও বলেন ওমর। এবার একইভাবে জোটের ওপর ক্ষুব্ধ তেজস্বী। সুতরাং একের পর নেতাদের মন্তব্য থেকে বর্তমানে একটা জল্পনাই ঘুরপাক খাচ্ছে, আগামীতে ‘ইন্ডিয়া’ জোট থাকবে তো?

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন