বিপিএসসি বাতিলের দাবি নিয়ে আসরে পিকে’র দল !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বিপিএসসি পরীক্ষা নিয়ে বিতর্ক (BPSC Controversy) যেন থামছে না বিহারে (Bihar)। এবার বিপিএসসি পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলে পাটনা হাইকোর্টের (Patna High Court) দ্বারস্থ হল প্রশান্ত কিশোর (পিকে)-র দল জন সুরজ পার্টি (Jan Suraaj Party)। শুক্রবার জন সুরজ পার্টির আইনজীবী প্রণব কুমার জানিয়েছেন, বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিচারপতি অরবিন্দ সিং চন্দেলের বেঞ্চে মামলার আবেদন করা হয়। সেই আবেদন গৃহীত হয়েছে আদালতে। এই মামলার শুনানি হবে ১৫ জানুয়ারি।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, বিপিএসসি পরীক্ষা নিয়ে অনিয়ম সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন পিকে। এনিয়ে অশান্তি চলছে বিহারে। সম্প্রতি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে গান্ধি ময়দানে জমায়েত হয়েছিলেন বহু চাকরিপ্রার্থী। উপস্থিত ছিলেন পিকেও। পরে সেই জমায়েত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির দিকে এগোতে শুরু করলে তৎপর হয় পুলিশ। লাঠিচার্জ করে বলে অভিযোগ। পিকের বিরুদ্ধে এফআইআর হয়। এরপর অনশনে বসেছিলেন পিকে। পরদিন তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এবার বিপিএসসি নিয়ে আদালতের দ্বারস্থ হল পিকে’র দল।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন