Bangla News Dunia, Pallab : কিছুদিন আগেই নতুন বছর পড়েছে। আর নতুন বছর শুরু হতেই একাধিক সরকারী নিয়মে নানা পরিবর্তন দেখা গিয়েছে। তবে এবার নতুন মাস ঘুরতে না ঘুরতেই ফের ব্যাঙ্ক (Bank) ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। আগামী মাস, অর্থাৎ ফেব্রুয়ারির ২৪ এবং ২৫ তারিখে দেশজুড়ে টানা দুদিন ধর্মঘটের ডাক দিল এই সংগঠন।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
ফের দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
সূত্রের খবর, ২০১৪ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সাধারণ কর্মীর সংখ্যা একধাক্কায় প্রায় ১.১৪ লক্ষ কমে হয়েছে। সেই পদগুলি শূন্য রয়েছে। যার ফলে সেই সকল খালি পদগুলির বাড়তি কাজের চাপ পড়ছে ব্যাঙ্কের অন্যান্য কর্মী-অফিসারদের। তার উপর রয়েছে গ্রাহক পরিষেবা। আর এই দুইয়ের চাপে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। তাই এই সমস্যা দূর করতে উঠে পরে লেগেছে ব্যাঙ্ক সংগঠন। মূলত কর্মী নিয়োগ এবং প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তুলে তাই আগামী মাসের ২৪ এবং ২৫ তারিখে ধর্মঘট ডাকা পরিকল্পনা করা হয়েছে।
কী কারণে এই ধর্মঘট?
এই ধর্মঘট প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেশকিছু দাবিদাওয়াকে আমরা সামনে এনেছি। আর সেগুলি হল যথাযথভাবে শূন্যপদগুলির পূরণ এবং সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের বা IBA এর সঙ্গে ইউনিয়নগুলির চুক্তি হওয়া সত্ত্বেও পাঁচ দিনের গ্রাহক পরিষেবা চালু করা হচ্ছে না। এদিকে দাবির পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে বিরোধিতাও করছে সরকার। যার মধ্যে রয়েছে শ্রমিক-স্বার্থ-বিরোধী থেকে শুরু করে ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে অর্থমন্ত্রক এর নাক গলানো। এবার দেখার পালা এই দেশ জুড়ে ডাকা ধর্মঘট কতটা পরিবর্তন আনতে পারে।
জানা গিয়েছে, আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে শনি এবং রবিবার পড়েছে। এদিকে আগের দুইদিন অর্থাৎ ২২ এবং ২৩ তারিখ শনি এবং রবিবার পড়েছে। তারউপর সেই সপ্তাহে ২২ তারিখে পড়ছে চতুর্থ শনিবার। যার ফলে ব্যাঙ্ক বন্ধ থাকছে টানা ৪ দিন অর্থাৎ ২২, ২৩, ২৪ এবং ২৫। তাই এই সময়ে ব্যাঙ্ক গ্রাহকের অনেকাংশই ব্যাপক সমস্যায় পড়তে চলেছে। তবে ইন্টারনেট পরিষেবা এবং ATM পরিষেবা চালু থাকবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025