Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভের জন্য অনন্ত অপেক্ষা করে থাকেন ভক্তরা। হিন্দু ধর্মবিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মহাকুম্ভ। তাকে ঘিরে মেলাও বহু প্রাচীন। ২০২৫ সালে সেই প্রাচীনত্বের ধারা অক্ষুণ্ণ রেখেই এর সঙ্গে মিশেছে এআই-আধুনিকতা। সিসিটিভির মাধ্যমে নজরদারি থেকে শুরু করে এলইডি ডিসপ্লে। তথ্যকেন্দ্র থেকে শুরু করে নিখোঁজ-সন্ধানের কেন্দ্র, মহাকুম্ভ মেলার সবকিছুই এ বার এআই নির্ভর। দেশ-বিদেশ থেকে এখানে ভিড় করেন ভক্তরা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের প্রশাসন বিশ্বের অন্যতম বড় ধর্মীয় জমায়েত মহাকুম্ভের আয়োজন এবং নিরাপত্তার জন্য ভরসা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর।
১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই কয়েকদিনে মহাকুম্ভে আসতে পারেন ৪০ কোটি দর্শনার্থী। প্রতি বছর হওয়া কুম্ভ মেলাও হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মহাকুম্ভ ঘিরে একেবারে আলাদাই থাকে উন্মাদনা।
আরও পড়ুন:– QR কোড ফেলতে পারে প্রতারণার খপ্পরে, সাবধান থাকতে কি করবেন? জেনে রাখুন
স্থানীয় প্রশাসনের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ৪ হাজার হেক্টর জুড়ে হওয়া মেলা প্রাঙ্গনে ১৫০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কন্ট্রোল অ্যান্ড কমান্ড ইউনিটের সঙ্গে জোড়া হয়েছে এগুলিকে। এরই সঙ্গে আলোচনায় এসেছে ‘ভুলে-ভাটকে কেন্দ্র’। মেলায় এসে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে পাওয়ার জন্য ওই সন্ধান কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কাজেই কাজে লাগানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় থাকা ছবি মিলিয়ে দেখবে এই প্রযুক্তি। পাশাপাশি সহজে খোঁজ পেতে সাহায্য করার জন্য, যে কোনও ভাষা হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে দেবে এই প্রযুক্তি। গোটা মেলা প্রাঙ্গনজুড়ে ১২টি কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতিটির বাইরে লাগানো হয়েছে একটি LED বোর্ডও। যদি কোনও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলে তাহলে তাঁর ছবি ওই বোর্ডে ভেসে উঠবে, যাতে পরিবারের লোকজন জানতে পারেন। পরিবারের কেউ নিখোঁজ হয়ে গেলে বাড়ির লোকেরা এই কেন্দ্রেই এসে অভিযোগও জানাতে পারবেন।
আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?
আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025