Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুল জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025). ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী মার্চ মাসে। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, এই জন্য ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার ব্যতীত পুরোনো পদ্ধতিতে হওয়া শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
UV Security Threat Code on HS Exam 2025 Marksheet
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংসদের তরফ থেকে বিভিন্ন রকম নির্দেশ দেওয়া হয়, সেই সাথে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও বিভিন্ন রকম নজরদারি থাকার পরেও প্রশ্ন ফাস কিংবা অন্য রকম বিতর্ক উঠে আসে। এই জন্য এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগের থেকেও আরো কিছু সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা যায়।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন ব্যবস্থা
পরীক্ষা হলেও যেই রকম বিভিন্ন নজরদারি ব্যবস্থা রাখা হচ্ছে, সেই সাথে উচ্চমাধ্যমিকের মার্কশিটে জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটে ইউভি সিকিউরিটি থ্রেট কোড বসানো থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটে এই অভিনব পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে এই প্রথম। এতদিন পর্যন্ত এই পদ্ধতি শুধুমাত্র ভারতীয় মুদ্রায় ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন
West Bengal Higher Secondary Exam 2025
জাল নোট ধরার জন্যই মূলত এই পদ্ধতি প্রয়োগ করা হতো, তবে এই বছর থেকে উচ্চ মাধ্যমিক মার্কশিটেও জালিয়াতি রুখতে বিশেষ কিউআর কোড লাগানো হচ্ছে। আর এবারে এই নতুন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন, যাতে আগামী সময়ে মার্কশিট হাতে পাওয়ার সময় কোন ধরণের সমস্যা না হয় কারোর।
What is UV Security Threat Code?
নোট আসল না নকল সেটি যেমন খুব সহজে চিহ্নিতকরণ করা যায় ঠিক সেভাবেই উচ্চমাধ্যমিকের মার্কশিটের যে ইউভি সিকিউরিটি থ্রেট কোড ব্যবহার করা হবে, তার ফলে মার্কশিট দেখলে বোঝা যাবে যেটি আসল না নকল।
মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যাক্ষর। কোন ব্যক্তি এই এই কোড খালি চোখে দেখতে পারবেন না। একমাত্র ইউভি স্ক্যান করলে তবেই ধরা পড়বে ওই লেখা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ছাড়াও প্রশ্নপত্রে বিভিন্ন রকম নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। প্রশ্নপত্রে থাকবে সিরিয়াল নাম্বার অর্থাৎ ইউনিক কিউআর কোড, এর মাধ্যমে সিরিয়াল নাম্বার নির্ণয় করা হবে। এই কিউ আর কোড প্রশ্নপত্রের বাড়তি নিরাপত্তা এনে দেবে প্রশ্ন ফাস হওয়া থেকে। প্রশ্নপত্রে কিউআর কোড স্ক্যান করলে পরীক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সহ তাদের ছবি, ঠিকানা ও অন্যান্য তথ্য দেখা যাবে। ইনভিজিলেটর যারা থাকবেন, তারা পড়ুয়ার প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র একই রকম সিরিয়াল নাম্বার রয়েছে কিনা মিলিয়ে দেখবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাড়তি সতর্কতা
পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ছাত্র ছাত্রীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হবে। এই মেটাল ডিটেক্টর কি ? কোনো ধাতব পদার্থ বা বৈদ্যুতিক যন্ত্র ছাত্র ছাত্রীদের কাছে থাকলে, তাহলে এই মেটাল ডিটেক্টর খুব সহজে তা নির্ধারণ করতে পারে, তাই এক্ষেত্রে খুব সহজেই মেটাল ডিটেক্টরের সাহায্যে শনাক্তকরণ করা সম্ভব হবে। পরীক্ষা কেন্দ্র গুলোতে সিসিটিভি ক্যামেরা থাকবে এছাড়া পরীক্ষা কেন্দ্রের বাথরুম গুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
সব মিলিয়ে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সচেতনতা মূলক এবং সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সব জায়গায় সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়। কোন রকম প্রশ্নপত্র ফাসের ব্যাপার এই বছর যাতে না ফিরে আসে, সেই দিকেই কড়া পদক্ষেপ নিতে চলেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর পড়ুয়াদের এই সকল নিয়ম মানার জন্যও বলা হয়েছে।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025