Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্র সরকারের তরফে দেশের মানুষদের সুবিধার জন্য পিভিসি আধার কার্ড (Aadhaar PVC Card) নিয়ে আসা হয়েছে এবং এই কার্ডের সঙ্গে একাধিক সুবিদাও পেয়ে যাবে সকলে। আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটি সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্যে এছাড়া স্কুল কলেজের এডমিশনের সময়, ব্যাংকিং ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, পাসপোর্ট করতে ও আরও অন্যান্য দরকারি কাজকর্ম করতে আধার কার্ড একটি অত্যাবশ্যক নথি হিসেবে পরিগণিত হয় (Unique Identification Authority of India).
Aadhaar PVC Card Order Status
আর ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই এই জরুরি নথি বানানো বাধ্যতামূলক। বাচ্চাদের জন্য নীল আধার কার্ড বা Blue Aadhaar Card নিয়ে আসা হয়েছে। আর এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে ১৩৫ কোটির বেশি মানুষদের এই কার্ড আছে। আর এই বিপুল সংখ্যক গ্রাহকদের সুবিধার জন্য এক বড় সিদ্ধান্ত নেওয়া হল।
আধার পিভিসি কার্ড অনলাইন আবেদন
এতদিন পর্যন্ত যে আধার কার্ড ব্যবহৃত হতো, সেই আধার কার্ড ক্যারি করতে অনেকটাই সমস্যা হতো। কোনো জায়গায় যেতে হলে মানিব্যাগে বা পকেটে আধার কার্ড ক্যারি করা যেত না, ফলে অনেকটাই সমস্যা কর ব্যাপার হয়ে দাড়ায়। এখন থেকে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবার সময় এসে গেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে পিভিসি কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পিভিসি আধার কার্ড অনেকটা ড্রাইভিং লাইসেন্স বা এটিএম কার্ডের মতন দেখতে। ছোট কার্ড হওয়ার জন্য এটি মানিব্যাগে বা পকেটে ক্যারি করা অনেক সুবিধাজনক। আর বড় লম্বা কার্ড কাগজের মত হওয়ার ফলে নিজের কাছে বা ব্যাগে রাখতে সমস্যা হয় সকলের। এবারে এই কার্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন
PVC আধার কার্ড ব্যবহারের সুবিধা
- এই আধার কার্ড সাইজে 86 mm × 54 mm মাপের হওয়ায় সহজেই বহন যোগ্য।
- এই আধার কার্ড পাতলা কাগজের ন্যায় হয় না বলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম।
- এটিতে হলোগ্রাম এবং কিউআর কোডের মত সিকিউরিটি ফিচার রয়েছে।
পিভিসি আধার কার্ড অর্ডার অনলাইনে আবেদন করুন
আপনি খুব সহজেই অনলাইনে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য সর্ব প্রথম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর স্ক্রিনে “Order Aadhar PVC Card” অপশনটি দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন। এই স্থানে আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি ইনপুট করুন।
এরপর আপনার আধার নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এরপর একটি পেমেন্ট অপশন আসবে। আধার কার্ড অর্ডার করার জন্য আপনাকে ৫০ টাকা পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার পর একটা রেফারেন্স নম্বর আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে। আপনার পিভিসি আধার কার্ড তৈরি হয়ে গেলে আপনার বাড়ির ঠিকানায় পোস্ট অফিসের মারফত আধার কার্ড পৌঁছে যাবে।
আপনি বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড সংগ্রহ করতে পারবেন। আপনিও যদি বড় আকারের কাগজের পাতলা আধার কার্ড ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে বাড়িতে বসেই এখনই পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করুন। আর সকলকেই এই আধার কার্ডের জন্য আবেদন করে ছোট আধার কার্ড সঙ্গে রাখার দরকার নিজেদের দরকারের জন্য।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025